সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

টাই-নট দেওয়ার পদ্ধতি



টাই-নট দেওয়ার পদ্ধতি
          একটি টাইয়ের দুটি প্রান্ত থাকে। একটি টাইয়ের এক প্রান্ত মোটা এবং অপর প্রান্ত চিকন। প্রথমে মোটা প্রান্ত ডান হাতে এবং চিকন প্রান্ত নিয়ে ধরতে হবে।
এরপর  চওড়া / মোটা প্রান্তের নাম চলমান প্রান্ত এবং চিকন প্রান্তের নাম হবে স্থির প্রান্ত। টাইটি তিন ভাগ করে তিন ভাগের একভাগ করে ডান হাত দিয়ে ঘুরাবে এক প্যাচ/একবার। আবার আর প্যাঁচ দিয়ে ডান পাশের দিক দিয়ে ঘুরায়ে পেছনের অংশের সাথে পুনরায় এক প্যাচ হবে। এবার পেছনের পাশে গিয়ে মধ্যম অংশ দিয়ে সামনের উপরি প্যাঁচের নিচে দিয়ে নামিয়ে নিয়ে উপরি অংশের সাথে সুন্দর করে নিলে টাই-নট হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন