নিউরনে রণন
সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ
হোম
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪
সিলেটিয়া দামানরে
সিলেটিয়া দামানরে
শাড়ি আনছো কেমনরে?
আরও পড়ুন »
রংপুরের কইন্যা ভালা দামান ভালা সিলেটের
রংপুরের কইন্যা ভালা দামান ভালা সিলেটের
শুইনছি কইন্যা বড়ই চাতুর যাইতা পারৈন হাটে
আরও পড়ুন »
লীলা বালী লীলা বালী ভর যুবতী সই গো
লীলা বালী লীলা বালী ভর যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে।
মাথা চাইয়া সিন্থি দিমু ঝাঝরি লাগাইয়া সই গো
আরও পড়ুন »
লীলাবালী লীলাবালী বড় যৌবতী সই গো
লীলাবালী লীলাবালী বড় যৌবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে।
আরও পড়ুন »
লেম্বু রইলা দামান্দে আনন্দে
লেম্বু রইলা দামান্দে আনন্দে
লেম্বু রইলা দামান্দে বিনন্দে
আরও পড়ুন »
রসিক রসিক চিকনকালা সই গো
রসিক রসিক চিকনকালা সই গো
দেইখা আইলাম জলে
সই গো দেইখা আইলাম জলে
।
আরও পড়ুন »
সুনারিয়ায় ডাকে গো- সুনা আইছে লইয়া
সুনারিয়ায় ডাকে গো-
সুনা আইছে লইয়া
লও গো কইন্যার মা ভালা সোনা চাইয়া।
আরও পড়ুন »
বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪
সুনামগঞ্জীয়া রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি
সুনামগঞ্জীয়া রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি
রঙ্গিলা দামান্দে মাইজীরে ডাকইন মাইজী নি আছইন ঘরে
খুশির বিদায় দেও গো মাইজী যাইতাম শ্বশুর দেশে।
আরও পড়ুন »
জৈষ্ঠি না আষাঢ় মাসেরে গাঙ্গে নয়া পানি
জৈষ্ঠি না আষাঢ় মাসেরে গাঙ্গে নয়া পানি
দামান আইছে বিয়া করতে সরঙ্গা নাওখানি।
আরও পড়ুন »
ধান লাড়ো সুন্দরী কইন্যা
ধান লাড়ো সুন্দরী কইন্যা
লাম্বা মাথার কেশ
কোন নাগরের সাথে কইরা পিরিত
আরও পড়ুন »
মায় কান্দে রে ঘরের কোনায় বইয়া
মায় কান্দে রে ঘরের কোনায় বইয়া
এমন সুন্দর ময়না আমার কেমনে দিতাম বিয়া
আরও পড়ুন »
ফুলের গাছ রইয়াছি দয়ার মাইজীরে কইয়াছি
ফুলের গাছ রইয়াছি দয়ার মাইজীরে কইয়াছি
মাইজী গো ফুলর গাছ রাখিও যতনে।
আরও পড়ুন »
ফজরে উঠিয়া দামান না খাইন দানা পানি
ফজরে উঠিয়া দামান না খাইন দানা পানি রে
আইজ রাত্রে স্বপ্নে দেখলা কমলা সুন্দরীরে
।
আরও পড়ুন »
বৈরাতিগণ লইয়া দামান আইলা সাজিয়া
বৈরাতিগণ লইয়া দামান আইলা সাজিয়া
কোথায় রইলায় কইন্যার মা গো কইন্যা দেও সাজাইয়া।
আরও পড়ুন »
মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি
মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি
অস্তে ধীরে বাওরে মাঝি ভাই
মাইজীর কান্দন শুনি।
আরও পড়ুন »
পাশা খেলাও না রে
পাশা খেলাও না রে
পাশা যে খেলিতায় বা দামান
ঝাড়িয়া বান্ধ পাগড়ী
আরও পড়ুন »
দামান্দের মায় জিগাস করইন
দামান্দের মায় জিগাস করইন ও পরানের পুত্রুরে
কাইল যে গেছলায় শ্বশুর বাড়ি রইছলায় কুন্ স্থানে?
আরও পড়ুন »
তোরা সব সখি মিলিয়া গো
তোরা সব সখি মিলিয়া গো
সুন্দর কইন্যা করাও গোসল এশকে ঝাকার দিয়া
আরও পড়ুন »
তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া
তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া
ইঙ্গুল বিঙ্গুল ঘরের মাঝের কুঠায় বসিয়া
আরও পড়ুন »
নয়া জামাই ধীরে ধীরে খাইও
নয়া জামাই ধীরে ধীরে খাইও
চিতল মাছের কাটা গলায় লাগাইবায় চাইও।
আরও পড়ুন »
দামান্দের হাতে দাল-তলোয়ার
দামান্দের
হাতে দাল-তলোয়ার বৈরাতির সাথে সুয়ারী গো
যাইতা দামান বেলোয়ার বাড়ি।
আরও পড়ুন »
ঢাকা থেকে আসল দামান লাল ঘোড়া দৌড়াইয়া
ঢাকা থেকে আসল দামান লাল ঘোড়া দৌড়াইয়া
ও দামান পন্থে বইয়া খাও পান চিবাইয়া।
আরও পড়ুন »
ডাক গো কইন্যার মারে
ডাক গো কইন্যার মারে খুলতা সোয়া কুড়া
কইন্যারে গোসল করাইতাম জল তুলতে যাই আমরা।
আরও পড়ুন »
ঝিলমিল ঝিলমিল মশারীর তলে
ঝিলমিল ঝিলমিল মশারীর তলে
কিলা গো ভাবী ঘুমাইলে
আরও পড়ুন »
জরির জুতা পায়ে দিয়া দামান যাইন
জরির জুতা পায়ে দিয়া দামান যাইন ফুলের তলে
লং ও এলাচি ফুল ফোটে আড়ে আড়ে
আরও পড়ুন »
ঝিয়াই নি গো সুন্দরী
ঝিয়াই নি গো সুন্দরী
মাই চাচীর ঘর আন্ধারী
পরার ঘরে জ্বলে মোমের বাতি
।
আরও পড়ুন »
রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪
চুড়ি দিয়া সাজাইল
চুড়ি দিয়া সাজাইল
কাপড় দিয়া সাজাইল
আরও পড়ুন »
চাম্পা শিমুলের তলে অবুঝ বেলুয়ায়
চাম্পা শিমুলের তলে অবুঝ বেলুয়ায়
বিছাইলা শীতল পাটী
আরও পড়ুন »
কাইন্দ না কাইন্দ না মা’য়াগো না কান্দিও আর
কাইন্দ না কাইন্দ না মা’য়াগো না কান্দিও আর
আইজ থেইক্যা যাইবা চইল্যা পরেরই ঘর।
আরও পড়ুন »
আকাশেতে উড়নিরে আকাশেতে পড়নিরে
আকাশেতে উড়নিরে আকাশেতে পড়নিরে
কইনছেন দেহি আমার বাবার খবর কি?
আরও পড়ুন »
আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া
আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া
পরশু ময়না যাইতো গো ঢাক ঢোল বাজাইয়া
আরও পড়ুন »
পানের আগা গোড়া আগারে মধ্যখানে ঢাকারে
পানের আগা গোড়া আগারে মধ্যখানে ঢাকারে
সেই পান পাঠাইয়া দেও কইন্যার মায়ের কাছেরে
আরও পড়ুন »
কালা কচুর ধলা মাইঞ্জী
কালা কচুর ধলা মাইঞ্জী
উনাই দুনাই পড়ে গো ওগো রাই
আরও পড়ুন »
কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি
কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি
তাতে বিছাইয়া দিলা সাত রঙের পাটি
আরও পড়ুন »
কালা বাইঙ্গনের ধলা ফুল রুমালে গেথিয়া তুল
কালা বাইঙ্গনের ধলা ফুল রুমালে গেথিয়া তুল
কইন্যা লো তোর দয়ার (দয়াল) মাইজীর মায়া তুল
আরও পড়ুন »
গাঙ্গে যেন উঠেরে ছিনাই না দিয়াছে ঝাড়ু
গাঙ্গে যেন উঠেরে ছিনাই না দিয়াছে ঝাড়ু
সেই না মতে ফুইট্যা রইছে কুসুম ফুলের রেণু
পাশা খেলাও না রে
আরও পড়ুন »
এতদিন পালিলাম ময়না কত আদর করে
এতদিন পালিলাম ময়না কত আদর করে
আজি হতে ওগো ময়না যাইবা পরের ঘরে
আরও পড়ুন »
শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪
উঠ উঠ বালি গো বান্ধ মাথার কেশ গো
উঠ উঠ বালি গো বান্ধ মাথার কেশ গো
না উঠিমু ওরে রাজা না বান্ধিমু কেশ রে।
আরও পড়ুন »
এ’ভুলা গাঙ্গে বেভুলা পানি
এ’ভুলা গাঙ্গে বেভুলা পানি
রাজা, এলাচির গাঙ্গে খেওয়া
আরও পড়ুন »
উকি বিলের পারে রে সু-বাজ বাজে রে
উকি বিলের পারে রে সু-বাজ বাজে রে
না জানি সৈয়দের বেটা কত রঙে সাজে
আরও পড়ুন »
এতদিন ছিলারে মেন্দি গাছের ডালে
এতদিন ছিলারে মেন্দি গাছের ডালে
আজ কেন আইলারে মেন্দি কন্যার
আরও পড়ুন »
ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে
ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে
সেই না পাঙ্খা হাতে লইয়া বাবুর বাড়ি ধাইতারে।
আরও পড়ুন »
লাল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে
লাল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে
লীল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে
আরও পড়ুন »
সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
ঘরে আছে কইন্যার মা তাইরে ধইরা আন।
আরও পড়ুন »
হাতে কাটুরী নিয়া বা দামান্দে যাইতা
হাতে কাটুরী নিয়া বা দামান্দে যাইতা শ্বশুর দেশে
ইচ্ছা করি কাটোইন দামান্দে বেতের বাঁশের মোড়া
আরও পড়ুন »
হলদি কেবা পিশেন গো সর্বসখী লীলমনি
হলদি কেবা পিশেন গো সর্বসখী লীলমনি
হলদি পিশিতে লাগে রহিমার হাতের পানি
আরও পড়ুন »
হাতি ঘোড়ায় চড়িয়া
হাতি ঘোড়ায় চড়িয়া
দামান্দ আইছইন বা সাজিয়া
কইও দামান্দরে বুঝাইয়া
আরও পড়ুন »
বাড়ির গাছ কাটিয়া রাজায় বানাইলা জুড় পালং
বাড়ির গাছ কাটিয়া রাজায় বানাইলা জুড় পালং গো।
জুড় বিছনা বিছাইয়া রাজায় গো শুইয়া নিদ্রায় গেলা
আরও পড়ুন »
সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪
বিয়ার লাগছে উৎপত্তি, ছাবাল দামান্দে করইন খেতি
বিয়ার লাগছে উৎপত্তি, ছাবাল দামান্দে করইন খেতি
ওবা দামান্দ মেতির বাগানে ঢাল পানি।
আরও পড়ুন »
বাবাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে
বাবাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে
বাবাজীর আহ্লাদের ঝিয়াই মাইজীর পরানী রে।
আরও পড়ুন »
বাটায় লড়ে চড়ে পান নাই মোর ঘরে
বাটায় লড়ে চড়ে পান নাই মোর ঘরে
পান দেরে পান্নাওলা পান দেরে মোরে
আরও পড়ুন »
মাটির কেরাগুলি সুবাজ বাজে
মাটির কেরাগুলি সুবাজ বাজে গো
শুনিতে ঝন ঝন করে।
আরও পড়ুন »
মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে আম্মা গো
মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে আম্মা গো
ভাইজান আইছন নাইওর নিতা, দিবায় নি?
আরও পড়ুন »
দামান বেটা বৈছৈন গো পালং –এর উপরে
দামান বেটা বৈছৈন গো পালং –এর উপরে
দামান বেটার মুখখান আবের মত ঝলকে।
আরও পড়ুন »
নবীন আউরের মাঝে নবীন ফুল ফুইটাছে
নবীন আউরের মাঝে নবীন ফুল ফুইটাছে
দরজায় ফুইটাছে ফুল আউয়াল শুক্রবারে
আরও পড়ুন »
কি দিয়া খাবাইতাম বেওয়াইরে
কি দিয়া খাবাইতাম বেওয়াইরে
কি দিয়া খাবাইতাম পুৎরারে
আরও পড়ুন »
ঢুলের বাড়ি শুইনা রে
ঢুলের বাড়ি শুইনা রে
পাইকের নাচন দেইখা রে
আরও পড়ুন »
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)