ক্যাম্প ফায়ার বা তাঁবু জলসা
স্কাউটিং এর শুরু থেকেইে বি.পি ক্যাম্প ফায়ার বা
তাঁবু জলসার প্রচলন করেন। আফ্রিকায় থাকাকালে বি.পি লক্ষ্য
করতেন জুলুরা দিন শেষে সন্ধ্যার পর স্তুপীকৃত কাঠে আগুন জ্বালিয়ে
আগুনের চারপাশে বসে নাচ-গান করে আনন্দ উপভোগ করতো। এরূপ আগুন জ্বালানোর
ফলে চারপাশ আলোকিত হতো, এছাড়াও আগুন দেখে হিংস্র পশু আর ধারে কাছে আসতোনা। তারা এ
আগুনেই মাংস পুড়িয়ে খেতো। এতে তারা উত্তাপ পেত, কিছু
সময়ের জন্য ঠাণ্ডা থেকে রেহাই পেত।