কাব কার্নিভাল
কাব কার্ণিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। কাব কার্নিভাল
আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। এটা
বছরে একবার বা দুবার করা যেতে পারে। কাব কার্ণিভাল আয়োজনের জন্য নিম্নরূপ
প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।
১। কাব কার্নিভালের বিষয় নির্ধারণঃ যেমন- বালতিতে বল ছোড়া, ভারসাম্য
রক্ষা, একপায়ে দৌড়, ঘোড় দৌড়, তীর নিক্ষেপ, টারগেট হীট, রিং ছোড়া, বোতলে পানি ভরা ,
পানি বহন, কচ্ছপ শিপুকার, মৎস্য শিকার ইত্যাদি।
২। বিষয়গুলো উপস্থাপনঃ বিভিন্ন ষ্টেশন তৈরি করে বিভিন্ন রং বেরংএ সাজিয়ে
স্টেশন মাষ্টারকে পূবেই নিয়ম কানুন বুঝিয়ে বলতে হবে। সেই সাথে স্টেশন মাষ্টারকে
বিভিন্ন ভাবে সাজাতে হবে।
৩। অংশগ্রহণঃ কাব স্কাউটরা বিভিন্ন বাহনের মাধ্যমে যেমন- কাল্পনিক নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, ট্রেনে চড়ে
ইত্যাদিতে বিভিন্ন শব্দ করে এক স্টেশন থেকে অন্য ষ্টেশনে পর্যায়ক্রমিকভাবে যাবে
এবং স্টেশন মাষ্টারের নির্দেশে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। এখানে উল্লেখ্য পূর্বেই
প্রত্যেক কাব স্কাউটকে এবং স্টেশন মাষ্টারকে কুপন/কয়েন/মার্বেল প্রদান করতে হবে।
কাব স্কাউটদের বিভিন্ন ঢঙে সাজাতে হবে এবং
প্রত্যেক স্টেশনে প্রবেশ করার এবং বের হওয়ার সময় গ্রান্ড ইয়েল দিতে হবে।
৪। অংশগ্রহণের নিয়মঃ খেলার শুরুতে প্রত্যেক অংশগ্রহণকারীকে সম সংখ্যক
মার্বেল বা মুদ্রা দিতে হবে। প্রত্যেক স্টেশন মাষ্টারের নিকটও একইরূপ মার্বেল বা
মুদ্রা দিতে হবে। কাব স্কাউট সংশ্লিষ্ট স্টেশনে কৃতিত্ব প্রদর্শন করতে পারলে
স্টেশন মাস্টার একইরূপ মার্বেল বা মুদ্রা দেবেন। কিন্তু সে যদি সফল অংশগ্রহণ করতে
না পারে তবে সেই কাব স্কাউট একটি মার্বেল বা মুদ্রা স্টেশন মাস্টারকে প্রদান
করবে।এভাবে ষষ্ঠক এক স্টেশন থেকে অন্য ষ্টেশনে যাবে।
৫। কাব কার্নিভাল শুরুর পূর্বে একজন রাজা এবং একজন মন্ত্রী সেজে কাব
কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার লক্ষ্যে
অনানুষ্ঠানিক কথা বার্তা বলে ছেড়ে দিতে হবে। কার্নিভাল চলাকালীন সময় রাজা এবং
মন্ত্রীগণ স্টেশনে স্টেশনে হেটে হেটে পরিদর্শন করবেন।
৬। কার্নিভাল শেষে সকলকে একত্রিত করে কাব স্কাউট এবং স্টেশন মাষ্টারগণ
বিভিন্ন অনুষ্ঠানে কে কেমন লাভ বা লোকসান করলেন তার একটি চুড়ান্ত হিসাব দিয়ে কোন
কিছু উপহার যেমন চকলেট/বিস্কুট দিয়ে বেশী মুনাফাকারীদের স্বীকৃতি দেবেন।
রাজা সকলকে ধন্যবাদ দিয়ে কার্ণিভাল কার্যক্রম সমাপ্তি ঘোষণা করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন