ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ (ব্যাজ পদ্ধতি)
(PROGRESSIVE TRAINING)
(কাব স্কাউট শাখা)
সূচনাঃ
স্কাউট আন্দোলনের কাঙ্খিত লক্ষ্য হল শিশু, কিশোর ও যুবদেরকে হাতে
কলমে প্রশিক্ষণ দিয়ে তাঁদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীল ও যোগ্য মানব সম্পদ হিসেবে গড়ে তোলা।
অবসর সময়কে কাজে লাগিয়ে বৈচিত্র্যময় কর্মসূচির মাধ্যমে একজন স্কাউটকে পর্যায়ক্রমিক
প্রশিক্ষণ নিয়ে ক্রমান্বয়ে যোগ্যতর করে গড়ে তোলার ধারাবাহিক
প্রক্রিয়াকে ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ বলে। ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ স্কাউট পদ্ধতির একটি অন্যতম প্রশিক্ষণ
পদ্ধতি।
ধাপে ধাপে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা
বৃদ্ধির ধারাকে অব্যাহত রাখার জন্য বয়সভেদে চাহিদানুসারে আনন্দমুখর প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন বয়সের ওপর দক্ষতা অর্জনের স্বীকৃতি স্বরূপ অনুমোদিত ব্যাজ এবং অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে
থাকে। এই জন্য ক্রমোন্নতিশীল প্রশিক্ষণকে ব্যাজ পদ্ধতিও বলা হয়।
ব্যাজ পদ্ধতি প্রবর্তনের উদ্দেশ্যঃ
১। দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী করা
২। বিভিন্ন বিষয়ে জানার কৌতূহল সৃষ্টি
৩। স্কাউটিংয়ের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সক্ষম হওয়া
৪। নেতৃত্বের বিকাশ ঘটানো
৫। আত্ম-উন্নয়নবোধ সচেতনতা সৃষ্টি করা
সর্বোপরি ব্যাজ পদ্ধতির মাধ্যমে জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির উন্নয়ন সাধন
করে সৎ, চরিত্রবান, আদর্শ নাগরিক গড়ে তোলা সম্ভব।
ব্যাজের প্রকারভেদঃ
ব্যাজ সাধারণত দুই প্রকার। ১) দক্ষতা বা এফিসিয়েন্সি ব্যাজ ২)
পারদর্শিতা বা প্রফিসিয়েন্সি ব্যাজ।
১) দক্ষতা বা এফিসিয়েন্সি ব্যাজঃ
এই ব্যাজ অর্জনের মাধ্যমে কাবদের জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির উন্নয়ন সাধন
করা সম্ভব। এই ব্যাজ চার প্রকার। যথাঃ (১) সদস্য ব্যাজ (২) তারা ব্যাজ (৩) চাঁদ
ব্যাজ (৪) চাঁদ তারা ব্যাজ।
২) পারদর্শিতা
বা প্রফিসিয়েন্সি ব্যাজঃ
এই ব্যাজের মাধ্যমে একজন কাব স্কাউটের আগ্রহ ও পছন্দ অনুসারে
বিভিন্ন বিষয়ের উপর বৃদ্ধি করা সম্ভব। কাবিংয়ে মোট ৩৮ টি পারদর্শিতা ব্যাজ আছে।
নিম্নে এফিসিয়েন্সি ও প্রফিসিয়েন্সি ব্যাজ অর্জনের নিয়ম দেয়া হলো-
১। সদস্য ব্যাজ
নবাগত হিসেবে বালক-বালিকাকে সদস্য স্তরের বিষয়গুলো ও মান অনুশীলন করিয়ে পরীক্ষা
শেষে দীক্ষা প্রদানের মাধ্যমে এ ব্যাজ
ইউনিট লিডার বাম পকেটের মাঝখানে পরিয়ে দেবেন।
২। তারা ব্যাজ
সদস্য ব্যাজ পাওয়ার অন্ততপক্ষে
৬ মাস পরে তারা ব্যাজের সিলেবাসসহ নিম্নোক্ত ৮টি পারদর্শিতা ব্যাজের যেকোন দুটি ব্যাজ অর্জন করতে হবে।
পারদর্শিতা ব্যাজগুলো হলো- ১) সমাজ সেবা ২) গৃহ পরিচর্যা ৩) চিত্ত বিনোদন ৪) পাখি
পর্যবেক্ষণ ৫) খেলনা তৈরি ৬) খেলাধুলা ৭) দড়ির কাজ ৮)
সেলাই ব্যাজ।
তারা ব্যাজ স্কাউট পোশাকের বাম হাতের কনুই এবং কাঁধের
মাঝখানে সেলাই করে পরতে হয়। পারদর্শিতা ব্যাজগুলো স্কাউট পোশাকের ডান হাতের কনুই
এবং কাঁধের মধ্যে সেলাই করে পরতে হবে।
৩। চাঁদ ব্যাজ
তারা ব্যাজ অর্জনের কমপক্ষে ৬ মাস পরে চাঁদ ব্যাজের সিলেবাস সম্পন্নসহ নিম্নোক্ত ১০টি পারদর্শিতা ব্যাজের যেকোন
তিনটি ব্যাজ অর্জন করতে হবে। পারদর্শিতা ব্যাজ গুলো হল - ১) কৃষ্টি ২) সংগ্রহ ৩) প্রকৃতি ও পরিবেশ ৪) কবুতর পোষা ৫) বনকলা ৬) সবজি চাষ ৭)
মডেল তৈরি ৮) ক্রীড়া কুশলী ৯) সাঁতার ১০) হস্তলিপি।
তারা ব্যাজ উঠিয়ে ফেলে সেই স্থানে চাঁদ ব্যাজ পরতে হয় এবং পারদর্শিতা
ব্যাজ পূর্বের নিয়মে পরতে হবে। পূর্বের ব্যাজগুলো লাগানো থাকবে।
৪। চাঁদ-তারা ব্যাজ
চাঁদ-ব্যাজ অর্জনের কমপক্ষে ৬ মাস পরে উক্ত ব্যাজের
সিলেবাস সমাপ্তসহ ১৩টি পারদর্শিতা ব্যাজের যেকোন তিনটি ব্যাজ অর্জন করতে হবে।
পারদর্শিতা ব্যাজগুলো হলোঃ ১) জনস্বাস্থ্য ২) প্রাথমিক প্রতিবিধান ৩) নিরাপত্তা ৪)
বই বাঁধাই ৫) পরিবেশ সংরক্ষণ ৬) আবহাওয়া ৭) মুরগী পালন ৮)
হাঁস পালন ৯) ফুল বাগান ১০) চিত্র কলা ১১) সাইকেল চালনা ১২) ক্রীড়ক ১৩) ভূগোল। এই ব্যাজ ও পারদর্শিতা ব্যাজ পূর্ব নিয়মে পরতে হবে।
শাপলা কাব অ্যাওয়ার্ডঃ এটি কোন দক্ষতা ব্যাজ নয়। একজন কাবের জন্য এটি একটি সর্বোচ্চ ও চূড়ান্ত প্রাপ্তি। একজন কাবকে চাঁদ-তারা ব্যাজ
অর্জনের অন্ততপক্ষে ৩ মাস পরে শাপলা কাব অ্যাওয়ার্ডের
সিলেবাস সমাপ্তসহ নিম্নোক্ত ৭টি পারদর্শিতা ব্যাজের যেকোন
৩টি ব্যাজ অর্জন করতে হবে। সাঁতার ব্যাজ আবশ্যকীয় ভাবে অর্জন করতে হবে। ব্যাজগুলো
হলো- ১) সাঁতার ২) সাক্ষরতা ৩) ফুলের বাগান ৪) কম্পিউটার
৫) ব্যক্তিগত লাইব্রেরী ৬) রান্না ৭) নকশা তৈরী। এই অ্যাওয়ার্ডটি ডান পকেটের ওপরে
পরিধান করবে। স্কাউট ও রোভার শাখায় অংশগ্রহণকালীন সময়েও এই অ্যাওয়ার্ড পরিধান করতে
পারবে। উল্লেখ থাকে যে, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয়
কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরসম্বলিত সনদপত্রসহ এই অ্যাওয়ার্ড
আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
কাব স্কাউট প্রোগ্রাম এক নজরে
দক্ষতা ব্যাজ/বিষয়
|
সদস্য ব্যাজ
|
তারা ব্যাজ
|
চাঁদ ব্যাজ
|
চাঁদ-তারা ব্যাজ
|
শাপলা কাব অ্যাওয়ার্ড
|
|||
আপন শক্তি
|
ক. কাব স্কাউটিং কি
তা জানা
খ. কাব স্কাউট
প্রতিজ্ঞা, আইন, মটো জানা
গ. কাব স্কাউট সালাম
প্রদর্শন করতে পারা
|
ক. স্বাধীনতা দিবস
খ. জাতীয় সংগীত
সঠিকভাবে গাইতে পারা
|
ক. ইংরেজিতে আইন
বলতে পারা
খ. বিজয় দিবস
গ. জাতীয় পতাকা
অংকন ও রং করতে পারা
|
ক. ইংরেজিতে
প্রতিজ্ঞা বলতে পারা
খ. বাংলাদেশের
ইতিহাস জানা
গ. মানচিত্র অংকন
ঘ. সাতজন
বীরশ্রেষ্ঠের নাম জানা
ঙ. পতাকা উত্তোলন
অনুষ্ঠানে সাহায্য করা
|
ক. বাংলাদেশের ২টি
ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে জানা ও ১টি স্থানে বেড়াতে যাওয়া
খ. প্যাক মিটিং
পরিচালনা
|
|||
চেষ্টা করি
|
ঘ. গ্র্যান্ড ইয়েল
দিতে পারা
ঙ. দড়ির কাজ
চ. কাব বৃত্ত গঠন
ছ. কাবের ডাক বা সংকেত
বুঝতে পারা
জ. পথচারী পথ চলার
নিয়ম জানা
ঝ. ঘড়ি দেখে সময় বলতে পারা
|
গ. দড়ির কাজ
ঘ. সঞ্চয় করতে পারা
ঙ. নিজ ষষ্ঠকের
সদস্য ও কাব স্কাউট লিডারের নাম জানা
চ. ইংরেজিতে কুশল
বিনিময়
|
ঘ. দড়ির কাজ
ঙ. বোতাম ব্যাজ
সেলাই করতে পারা
চ. প্রাথমিক
প্রতিবিধান
ছ. কাব স্কাউট আইন
নৃত্য পারা
জ. ফোন নং ও পরিচয়
জানা
|
চ. দড়ির কাজ
ছ. হাতের ও বাশির
সংকেত জানা
জ. তাঁবুর সম্পর্কে জানা
ঝ. সঞ্চয় করতে পারা
ঞ. বাঙলা বর্ষ
পঞ্জি সম্পর্কে জানা
|
গ. দড়ির কাজ
ঘ. ইংরেজিতে দেশ
সম্পর্কে ১০টি বাক্য জানা
ঙ. কাবিং জীবনের
৫টি ছবির বর্ণনা
চ. ট্রাফিক সাইন
চেনা।
ছ. ইংরেজি
বর্ষপঞ্জি সম্পর্কে জানা
জ. ২জন কবির ছবি
সংগ্রহ ও জীবনী জানা
|
|||
থাকব ভালো
|
ঞ. ধর্ম পালন
ট. নিজের যত্ন নিতে
জানা ও পরিষ্কার রাখা
ঠ. হাত ধোয়ার
অভ্যাস জানা
ড. বিপি পিটি-১ নং
|
ছ. ধর্ম পালন
জ. ব্যক্তিগত
পরিষ্কার পরিচ্ছন্নতা
|
ঝ. ধর্ম পালন
ঞ. সঞ্চয় করতে শেখা
ট. নিজের জামা কাপড়
বই খাতা ইত্যাদিও যত্ন নেয়া
ঠ. বৃক্ষরোপন করা
|
ট. ধর্ম পালন
ঠ. বিপি পিটি ২নং
ড. জন্ম নিবন্ধন
সম্পর্কে জানা
ঢ. পুষ্টি সম্পর্কে
জানা
ণ. শিশুর জন্য ক্ষতিকারক বিষয় চিহ্নিত করা
ত. ঘরের কাজ করতে
পারা
|
ঝ. শিশুর ৬টি
মারাত্মক রোগের নাম জানা
ঞ. খাবার স্যালাইন
তৈরি করতে পারা
ট. ১টি গাছ লাগানো
ও পরিচর্যা করা
ঠ. পানি নিরাপদকরণ
সম্পর্কে জানা
|
|||
জানবো জগৎটাকে
|
ঢ. বাংলাদেশের ধাতব
মুদ্রা ও নোট চিনতে পারা এবং সংখ্যা জানা
ণ. পরিবার সম্পর্কে
জানা
ত. জাতীয় ফল, ফুল,
মাছ, পাখি পশুর নাম জানা
|
জ. আগন্তুকের পথের সন্ধান
ঝ. কম্পিউটারের
পরিচিতি
ঞ. পরিবেশ
পরিচ্ছন্নতা
|
ঢ. সার্কভুক্ত দেশসমূহ
সম্পর্কে জানা
ঢ. নিজ এলাকা
সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন
ণ. কম্পিউটার জ্ঞান
ত. শিশুঅধিকার সনদ
সম্পর্কে জানা
|
থ. এপি অঞ্চলের ২টি
দেশ সম্পর্কে জানা
দ. শরীরের সীমানা সম্পর্কে জানা
ন. কম্পিউটার জ্ঞান
|
ড. প্রাকৃতিক
দূর্যোগে নিজেকে রক্ষার কৌশল জানা ও অন্য ২জন সহপাঠিকে তা জানানো
ঢ. কম্পিউটার জ্ঞান
ণ. শিশুশ্রম
সম্পর্কে জানা
|
|||
আনন্দ উল্লাস
|
থ. ১টি গান শেখা
দ. ২টি খেলা জানা
ধ. প্যাক মিটিং এ
অংশগ্রহণ
|
ট. আরও ১টি গান
শেখা
ঠ. যে কোন ২টি ছড়া
বলতে পারা
ড. ২টি খেলা জানা
ঢ. মুগলির গল্প
বলতে পারা
ণ. প্যাক মিটিং এ
অংশগ্রহণ
|
থ. আরও ১টি গান
শেখা
দ. কিমস গেমস, গল্প বলা ও অভিনয় করতে পারা
ন. প্যাক মিটিং এ
অংশগ্রহণ
|
ত. আরও ১টি গান
শেখা
থ. পঞ্চ ইন্দ্রিয়ের
খেলায় অংশ গ্রহণ করা
দ. জারি অথবা
আঞ্চলিক গান শেখা
থ. মৌখিক সংবাদ
প্রেরণ
ন. প্যাক মিটিং এ
অংশগ্রহণ
|
ত. আরও ১টি গান
শেখা
থ. নিজের পছন্দ
অনুযায়ী গান শেখা
ড. ২টি খেলায়
অংশগ্রহণ
ঢ. ছবিতে ছবিতে তাঁবু কলা
ণ. প্যাক মিটিং এ
অংশগ্রহণ
|
|||
আমিও পারি
|
ন. পারদর্শিতা
অর্জন সম্পর্কে ধারণা লাভ করা
|
ত. ২টি পারদর্শিতা
ব্যাজ অর্জন
সূর্য গ্রুপ থেকে ১টি
রঙধনু গ্রুপ থেকে ১টি
|
ত. ৩টি পারদর্শিতা
ব্যাজ অর্জন
সূর্য গ্রুপ থেকে ১টি
রঙধনু গ্রুপ থেকে ২টি
|
ত. ৩টি পারদর্শিতা
ব্যাজ অর্জন
সূর্য গ্রুপ থেকে ১টি
রঙধনু গ্রুপ থেকে ২টি
|
ত. ৩টি পারদর্শিতা
ব্যাজ অর্জন
সূর্য গ্রুপ থেকে ১টি
রঙধনু গ্রুপ থেকে ২টি
|
|||
ক্যাম্পিং
|
দীক্ষা গ্রহণ
|
কাব স্কাউটিং এর
পুরো সময় অন্ততঃ ১টি কাব কার্নিভাল, ১টি কাব অভিযান, ২টি কাব হলিডে, ১টি স্কাউটস
ওন ও ১টি উপজেলা ও জেলা জাতীয় ক্যাম্পুরীতে অংশগ্রহণ
|
||||||
সময় সীমা
|
৩ মাস
|
৪-৬ মাস
|
৪-৬ মাস
|
৪-৬ মাস
|
৩ মাস
|
|||
প্যাক মিটিং
(নূন্যতম)
|
৫টি
|
১০টি
|
১০টি
|
১০টি
|
৮টি
|
|||
পারদর্শিতা ব্যাজ
সূর্য গ্রুপ (আবশ্যিক)
1.
জনস্বাস্থ্য
২. সাঁতার ৩. নিরাপত্তা ৪. পরিবেশ সংরক্ষণ
রঙধনু গ্রুপ
বেগুণী
(নাগরিকত্ব)
|
নীল
(খেলাধুলা)
|
আকাশী
(কারুশিল্প)
|
সবুজ
(ব্যক্তিগত দক্ষতা)
|
হলুদ
(প্রাণীর যত্ন)
|
কমলা
(গাছের যত্ন)
|
লাল
(প্রকৃতি পর্যবেক্ষণ)
|
1.
সমাজসেবা
2.
প্রাথমিক প্রতিবিধান
3.
সাক্ষরতা
4.
কৃষ্টি
5.
স্বাস্থ্য সচেতনতা
6.
শিশু অধিকার
|
1.
চিত্ত বিনোদন
2.
খেলাধূলা
3.
ক্রীড়ক
4.
ক্রীড়া কুশলী
5.
সংগ্রহ
6.
গৃহ পরিচর্যা
|
1.
খেলনা তৈরি
2.
মডেল তৈরি
3.
নকশী তৈরি
4.
সেলাই করা
5.
চিত্রকলা
6.
হস্তশিল্প
|
1.
দড়ির কাজ
2.
২. কম্পিউটার
3.
সাইকেল চালানো
4.
বই বাঁধাই
5.
ব্যক্তিগত লাইব্রেরি
6.
রান্না
|
1.
কবুতর পোষা
2.
হাঁস পালন
3.
কোয়েল পাখি পালন
|
1.
ফুল বাগান
2.
সবজি চাষ
3.
বনকলা
4.
টবে চাষ
|
1.
প্রকৃতি ও পরিবেশ
2.
পাখি পর্যবেক্ষণ
3.
আবহাওয়া
4.
ভূগোল
|
দক্ষতা ব্যাজ অনুযায়ী পারদর্শিতা ব্যাজের গ্রুপ বিন্যাস ও ব্যাজ বাছাই
দক্ষতা ব্যাজ
|
সূর্য গ্রুপ (আবশ্যিক)
|
রঙধনু গ্রুপ
|
তারা ব্যাজ
|
১
|
১
|
চাঁদ ব্যাজ
|
১
|
২
|
চাঁদ-তারা ব্যাজ
|
১
|
২
|
শাপলা কাব অ্যাওয়ার্ড
|
১
|
২
|
মোট ব্যাজ অর্জন
করতে হবে ১১টি
|
৪
|
৭
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন