বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চল
প্রশিক্ষণ কোর্সের প্রতিবেদন
১. কোর্স অনুমোদন বাংলাদেশ স্কাউটস
সিলেট অঞ্চল কর্তৃক ০৬/০৪/২০১৫ খ্রিঃ তারিখে
২. কোর্সের নাম : ১১১তম
কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স
৩. স্থান : সুনামগঞ্জ
পিটিআই, সুনামগঞ্জ।
৪. তারিখ : ২০ হতে
২৪ এপ্রিল, ২০১৫ পর্যন্ত।
৫. অংশ গ্রহণকারীর সংখ্যা : ৪৩ জন (তালিকা
সংযুক্ত)
৬. ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নাম
: বাংলাদেশ স্কাউটস, সুনামগঞ্জ জেলা।
৭. আবাস ব্যবস্থা : পিটিআই সুনামগঞ্জের হোস্টেল।
৮. খাদ্য ব্যবস্থা : কেন্দ্রীয়ভাবে রান্না করে খাবার সরবরাহ করা হয়েছে (খাদ্য
তালিকা সংযুক্ত)
৯. পানির ব্যবস্থা : টিউবওয়েল, ওয়াটার সাপ্লাই ও পুকুর।
১০. সেনিটেশন : পূর্ণ
হাইজিনিং সম্পন্ন স্যানিটেশন
ব্যবস্থা বিদ্যমান ছিল।
১১. প্রশিক্ষণ পদ্ধতির বিবরণ : লেকচার মেথড, ডেমোনেস্ট্রেশন মেথড, বেইজ মেথড, প্যানেল প্রেজেন্টেশন, এক্সারসাইজ, প্রশ্নোত্তর, হাতে-কলমে কাজ প্রভৃতি শিক্ষাদান পদ্ধতি।
১২. ব্যবহৃত প্রশিক্ষণ সরঞ্জামের বিবরণ
: চক-ডাস্টার, ব্ল্যাক বোর্ড,
হোয়াইট বোর্ড, সাইন পেন, মার্কার পেন, পোস্টার পেপার, কস্ট্রিপ,
গাম, কাটার, দড়ি,
লাঠি, পতাকা, ইউনিফরম,
ফাস্ট এইড বক্স, হ্যান্ডআউট, মাল্টিমিডিয়া,
ল্যাপটপ, স্ক্রিন।
১৩. অর্থ : ক)
অর্থের উৎস : (বিস্তারিত বিবরণ) জেলা স্কাউটস তহবিল।
খ) মোট আয় : (সংযুক্ত) অবগত নই।
গ) মোট ব্যয় : (সংযুক্ত) অবগত নই।
১৪. পরিদর্শকের তালিকা : নেই
১৫. সাধারণ মন্তব্য : কোর্স উন্নতমানের হয়েছে বলে প্রতীয়মান হয়। প্রশিক্ষণার্থীর সংখ্যাও
ছিল সন্তোষজনক। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীগণ নিজ বিদ্যালয়ে ফিরে ইউনিটের
দায়িত্ব পালন কিংবা দল গঠনে সক্ষম হবে।
১৬. কৃতজ্ঞতা প্রকাশ : সুনামগঞ্জ পিটিআই কর্তৃপক্ষ, স্কাউট অনুরাগী কর্মকর্তা
ও কর্মচারীবৃন্দ। বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা।
অত্র প্রতিবেদনের
সাথে নিম্নলিখিত রেকর্ডপত্র সংযুক্ত করা হলো :
১. অংশগ্রহণকারীদের তালিকা (ফলাফলসহ কাউন্সেলরগণের মূল্যায়ন প্রতিবেদনের গড় নম্বর)-- ০১কপি
২. ট্রেনারদের তালিকা—০১ কপি
৩. ট্রেনারদের গোপনীয় প্রতিবেদন ১২টি
ট্রেনারদের গোপনীয়
প্রতিবেদন সরাসরি জাতীয় কমিশনার (প্রশিক্ষণ)/আঞ্চলিক কমিশনার (প্রশিক্ষণ)
এর নিকট পাঠাতে হবে।
৪. দৈনিক সময়সূচি—০১ কপি
৫. কোর্স রুটিন/সিডিউল
(সংশ্লিষ্ট সেশন পরিচালকের নামসহ)—০১ কপি
৬. খাদ্য তালিকা—০১ কপি
৭. আয় ও ব্যয়ের বিবরণ- নেই।
৮. কাউন্সেলরগণের মূল্যায়নের গড় ফলাফল—০১ কপি (০৫ পাতা)
৯. প্রশিক্ষণার্থীদের সেশন মূল্যায়নের বিবরণ
ও গৃহীত পদক্ষেপ
১০. প্রশিক্ষণার্থী কর্তৃক কোর্স মূল্যায়নের
একীভূত প্রতিবেদন। ০১ পাতা
১২. সেশন প্লান ১২টি।
কোর্স লিডারের স্বাক্ষর :
নাম : নির্মল চন্দ্র শর্মা
পরিচিতি নম্বর : ১২৯৯
ঠিকানা : পিটিআই সুনামগঞ্জ।
ইমেইল : nirmalsharma_61@yahoo.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন