সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

কাব অভিযান

কাব অভিযান
কাব বয়সী বালক বালিকাদের মুক্তাংগনে প্রকৃতি পর্যবেক্ষণসহ শিক্ষামূলক উদ্দেশ্যমূলক আনন্দঘন এবং উদ্দীপনাপূর্ণ পরিভ্রমণই হচ্ছে কাব অভিযান।

উদ্দেশ্য:
১। স্রষ্টার সৃষ্টি সম্পর্কে অভিজ্ঞতা লাভের সুযোগ
২। সাহসিকতাপূর্ণ মনোভাব সৃষ্টি
৩। কাব প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়নে সহায়তা
৪। পর্যবেক্ষন ক্ষমতা বৃদ্ধি
৫। পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারিক ক্ষমতা বৃদ্ধি
৬। গোপনীয়তা রক্ষার অভ্যাস গড়ে তোলা
৭। বিভিন্ন প্রাণীর জীবন যাত্রা অনুকরণে প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার জন্য উৎসাহিতকরণ
৮। বিভিন্ন লতা, গুল্ম, গাছপালার উপকারিতা সম্পর্কে জ্ঞানার্জনে উৎসাহিতকরণ
৯। ধীশক্তি বৃদ্ধি

প্রস্তুতি:
১। তারিখ ও সময় নির্ধারণ
২। অভিযানে যাত্রার পূর্বে কাবদের প্রকৃতি সম্পর্কে কেৌতুহলী ও দৃঢ় মনোবলের অধিকারী করে তুলতে হবে।
৩। গন্তব্য স্থান নির্বাচন ও মালিকের অনুমতি গ্রহণ
৪। কর্মসূচি প্রণয়ন
৫। সহকারী মনোনয়ন
৬। উপকরণ সংগ্রহ
৭। ট্রেইল তৈরির সরঞ্জামাদি সংগ্রহ এবং ট্রেইল প্রস্তুতকরণ
৮। পূর্বাহ্নে গুপ্তধন নির্ধারিত জায়গায় রাখা

সতর্কতা
১। ট্রেইল চোখ বরাবর গাছের ডালে দেয়ালে বা সুবিধামত যে কোন স্থানে স্থাপন করতে হবে।
২। অংশগ্রহণকারীদের বিভিন্ন স্থানে পর্যবেক্ষনের জন্য অবস্থান
৩। প্রাথমিক প্রতিবিধানের ব্যবস্থা রাখা
৪। ক্ষতিকারক প্রাণী বা গাছ পাতা সংগ্রহ থেকে বিরত রাখা
৫। ট্রেইল রক্ষণাবেক্ষনের ব্যবস্থা
৬। নিজ নিজ ট্রেইল সংগ্রহ করা এবং অন্যের ট্রেইল ক্ষতি না করার পরামর্শ দেয়া
৭। গুপ্তধন সংরক্ষনের ব্যবস্থা করা
৮। অন্যের জিনিসের কোন ক্ষতি না করা

অভিযান শেষে করণীয়
১। অভিযানের স্থান পূবের তুলনায় ভাল রেখে আসা
২। মালিককে ধন্যবাদ জ্ঞাপন করা
৩। কাবদের যথাযথভাবে ফিরে আসা নিশ্চিতকরণ
৪। উপকরণ যথাযথভাবে নিয়ে আসা
৫। সহকারীদের ধন্যবাদ দেয়া
৬। মূল্যায়ন





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন