সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

প্যাক মিটিং

প্যাক মিটিং
প্যাক মিটিং কি?
প্যাক মিটিং হচ্ছে কাব প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ৬০-৯০ মিনিট ব্যাপী প্রশিক্ষণ দানের লক্ষ্যে নিয়মিত সপ্তাহিক কাব কর্মসূচী।
প্যাক মিটিংয়ে যে সকল বিষয় কাবদের শিখানো হয় সে বিষয়গুলো প্রশিক্ষক মন্ডলী, ইউনিট লিডার, সহকারী ইউনিট লিডার, ইনস্ট্রাক্টর, বিশেষজ্ঞগণ প্যাক মিটিং শুরু হওয়ার আগে ষষ্ঠক নেতাদের ভালভাবে শিখিয়ে দেন। পরবর্তীতে প্যাক মিটিং চলাকালীন সময়ে ষষ্ঠক নেতারা সহকারী কাব ইউনিট লিডার ও ইনস্ট্রাক্টরদের সহায়তায় নিজ নিজ ষষ্ঠক সদস্যদের সেই সব বিষয়ে হাতে কলমে শেখাবে। প্যাক মিটিংয়ে কেবলমাত্র ব্যবহারিক বিষয় শেখানো হয়, কোন তত্ত্বীয় বিষয় শেখানো হয় না। তবে কাব প্রতিজ্ঞা এবং আইন তত্ত্বীয় বিষয় হলেও একমাত্র ব্যতিক্রম হিসাবে এই তত্ত্বীয় বিষয়টি আবশ্যিকভাবে প্যাক মিটিংয়ে শেখানো হয়। কেবলমাত্র ইউনিট লিডার  (কোন সহকারী ইউনিট লিডার নয়) নিজে সকল কাবদের একত্রে সমবেত করে এ বিষয়টি উপস্থাপন করবেন। প্যাক মিটিং চলাকালীন সময়ে ইউনিট লিডার ঘুরে ঘুরে ষষ্ঠক নেতাদের কার্যাবলি পর্যবেক্ষণ করেন। প্যাক মিটিং শেষে প্রশিক্ষকগণের সাথে যখন প্যাক মিটিংয়ের মূল্যায় করতে বসেন তখন তারা ষষ্ঠক নেতাদের যে যে বিষয়ে ত্রুটি হয়েছিল সে সম্পর্কে তাঁদেরকে অবহিত করেন এবং ত্রুটিগুলো সংশোধন করে দিয়ে সঠিক বিষয়টি ষষ্ঠক সদস্যদের জানিয়ে বা শিখিয়ে দিতে পরামর্শ দেন।

প্যাক মিটিংয়ের প্রয়োজনীয়তা
ইউনিটে ক্রমোন্নতিশীল কাবিং চালু রাখার জন্য প্যাক মিটিং একান্ত অপরিহার্য। স্কাউটিংয়ের অন্যতম বৈশিষ্ট্যই হল ‘‘হাতে কলমে কাজ করার মাধ্যমে শেখা”। নিয়মিত প্যাক মিটিং না হলে কাবদের হাতে কলমে কাজ করার সুযোগ কমে যায় এবং এর কার্যক্রম স্থিমিত হয়ে পড়ে। তারা ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারে না। কেবল মাত্র প্যাক মিটিংয়ের মাধ্যমে কোন নির্দিষ্ট বিষয় হাতেকলমে শিখিয়ে দক্ষতা অর্জন করানো সম্ভব। ফলে কাবেরা বিষয় ভিত্তিক দক্ষতা  লাভ করে নির্দিষ্ট যোগ্যতার ব্যাজ অর্জনে সক্ষম হয়। ধাপে ধাপে যোগ্যতা ব্যাজের উপর দক্ষতা  অর্জন না করলে তারা যোগ্যতার ব্যাজ অর্জনে ব্যর্থ হয়। কাবদের ক্রমোন্নতিশীল ধারা বজায় রাখতে প্যাক মিটিং এর প্রয়োজনীয়তা অত্যধিক।

সফল প্যাক মিটিংয়ের উপাদান
একটি প্যাক মিটিং তখনই সফল হয় যখন নিম্নলিখিত উপাদানগুলো কার্যকরভাবে পুরোমাত্রায় থাকে- ১) প্রশিক্ষক দল, ২) আকর্ষণীয়, বৈচিত্রময় ও রোমাঞ্চকর কর্মসূচী এবং ৩) প্যাক মিটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ  উপকরণ।

১) প্রশিক্ষক দল
প্যাক মিটিংয়ে যে সকল বিষয় শেখানো হবে সেগুলো প্যাক মিটিং শুরুর পূর্বে প্রশিক্ষক দল ষষ্ঠক নেতাদের হাতে-কলমে শিক্ষা দেন। যদি প্রশিক্ষক দল না থাকে তাহলে ষষ্ঠক নেতাদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া বেশ কষ্টকর হয়। ষষ্ঠক নেতারা যদি পূর্বাহ্নে বিষয়গুলো যথাযথভাবে শিখতে পারে তাহলে প্যাক মিটিং চলাকালীন সময়ে নিজ ষষ্ঠক সদস্যদের সুন্দরভাবে শেখাতে সক্ষম হয়। প্রশিক্ষক দল ষষ্ঠক নেতাদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ইউনিট লিডার, সহকারী ইউনিট লিডার, ইনস্ট্রাক্টর ও বিশেষজ্ঞগণ দ্বারা প্রশিক্ষক দল গঠিত হয়। প্রশিক্ষক দল না থাকলে ইউনিট লিডার নিজে ষষ্ঠক নেতাদের প্রশিক্ষণ প্রদান করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রশিক্ষক দল গঠনের চেষ্টা করবেন।

২) আকর্ষণীয়, বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর কর্মসূচি
কাব বয়সী বালক/বালিকারা আকর্ষণীয়, বৈচিত্রময় ও রোমাঞ্চপূর্ণ কার্যক্রম পছন্দ করে এবং তা উপভোগ করার জন্য স্কাউট আন্দোলনে যোগদান করে। প্যাক মিটিংয়ের কর্মসূচি আকর্ষণীয়, বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর না হলে তা কাবদের মনে কোন রকম আনন্দ সৃষ্টি করতে পারে না। ফলে কাবেরা একঘেঁয়েমিতে ভোগে এবং প্যাক মিটিংয়ের কার্যক্রমের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে।

৩) প্রশিক্ষণ উপকরণ
স্কাউটিং পদ্ধতির অন্যতম এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হাতে-কলমে কাজ করার মাধ্যমে শেখা। প্রশিক্ষণ উপরণের অভাব থাকলে কাবেরা হাতে-কলমে ব্যবহারিক কাজ করার সুযোগ পায় না। ফলে সেই বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি পায় না। সুতরাং একটি প্যাক মিটিংকে সফল করে তোলার জন্য যেমন প্রয়োজন একটি আকর্ষণীয়, বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর কর্মসূচি, তেমনি প্রয়োজন ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য বিষয়ভিত্তিক প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ। প্যাক মিটিংয়ে যে ব্যবহারিক বিষয়গুলো কাবদের শেখানো হবে সেই বিষয় শেখানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ ইউনিটে পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণ করা আবশ্যক।

একটি প্যাক মিটিং এর নমুনা

আরম্ভের সময়ঃ ৩-০০টা                                        শেষ হওয়ার সময়ঃ ৪-০০টা

বিষয়                                    দায়িত্ব                              সময়

উপস্থিত                                  সকলেই                            ১ মিঃ
গ্র্যান্ড ইয়েল                              সিনিয়র ষষ্ঠক নেতা               ২ মিঃ
পতাকা উত্তোলন                         কাব লিডার                         ১ মিঃ
প্রার্থনাঙ্গীত                           কাবগণ                             ৩ মিঃ
পরিদর্শন, চাঁদা আদায় ও রিপোর্টিং    ষষ্ঠক নেতাগণ                     ৫ মিঃ
ঘোষণা                                   কাবলিডার                          ৩ মিঃ
খেলা/গান/নাচ/গল্প/অভিনয়             সহকারী কাব লিডার               ৫ মিঃ
পুরাতন পাঠের অনুশীলন               ষষ্ঠক নেতাগণ                     ৯ মিঃ
খেলা/গান/নাচ/গল্প/অভিনয়             সহকারী কাব লিডার               ৫ মিঃ
নতুন পাঠ                                ষষ্ঠক নেতাগণ                     ১৫ মিঃ
খেলা/গান/নাচ/গল্প/অভিনয়             কাব লিডার                         ৫ মিঃ
পতাকার কাছে সমবেত হওয়া         সকলেই                            ১ মিঃ
ঘোষণা/প্রার্থনা                           কাব লিডার                         ২ মিঃ
গ্র্যান্ড ইয়েল                              সিনিয়র ষষ্ঠক নেতা               ১ মিঃ
পতাকা নামানো                         কাব লিডার                         ১ মিঃ
ছুটি                                       কাব লিডার                         ১ মিঃ

                                           মোট সময় =                    ৬০ মিঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন