লেখক : নির্মল চন্দ্র শর্মা
ভারতের অধ্যাত্ম-সাধনায় জননীরূপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। মা সন্তানকে গর্ভে
ধারণ করেন এবং প্রসবান্তে কোলে তুলে স্তন্য পান করান। শিশু চোখ খোলেই মাকে পায়
স্নেহ, পুষ্টি, তুষ্টি, সৌন্দর্য, পালন প্রভৃতি গুণরাশির একমাত্র আকররূপে।
সাধনক্ষেত্রে সাধক তাই জগদম্বাকে দেখতে চায় এরই পরাকাষ্ঠারূপে। সাধক চায়, তার ইষ্ট
কৃপাপরবশ হয়ে এবং তার সমস্ত দুর্বলতা, সর্বপ্রকার অক্ষমতা ভুলে পরিপূর্ণ স্নেহে
তাঁকে কোলে তুলে নিবেন। ধ্যেয় ইষ্টমূর্তির মুখে সে এই বিচারশূন্য-স্নেহপূর্ণ হাসি
দেখে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত হতে চায়।