সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ৬ মে, ২০১৬

কাব পারদর্শিতা ব্যাজ :- ৭. মুরগী পালন



মুরগী পালন
ক) নিজ বাড়িতে ২টি মুরগী ৩মাস পালতে পারা।

খ) মুরগীর খাদ্য কি কি তা বলতে পারা।
Ø  মুরগীর সুষম খাবারের উপরেই মুরগীর বৃদ্ধি ও ডিম দেওয়া নির্ভর করে। নিচে মুরগীর খাবারের তালিকা দেওয়া হল-
গম, ভূট্টা, চাউলের কুড়া বা গমের ভূষি, তিলের খৈল, শুটকী মাছের গুড়া, মাংসের উচ্ছিষ্ট, শামুক বা ঝিনুকের গুড়া ইত্যাদি। এ সব খাবার বাড়িতে তৈরি করা যেতে পারে। একটি পূর্ণ বয়স্ক মুরগীর জন্য দৈনিক ১০০গ্রাম খাদ্য দিতে হয়।

গ) মুরগীর ২টি রোগের নাম জানা।
Ø  ২টি রোগ- ১. রানী ক্ষেত  এবং ২) বসন্ত রোগ।

ঘ) উন্নত জাতের ২টি মুরগীর নাম জানা।
Ø  ১) হোয়াইট লেগহর্ন এবং ২) রোড আইল্যান্ড রেড।

ঙ) মুরগীর খোয়াড় পরিষ্কার করতে পারা।
Ø  মুরগীর খোয়াড় পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করতে হবে।

চ) মুরগীর ডিম মানুষের কি কি উপকারে আসে তা বলতে পারা।
Ø  মুরগীর ডিমে ভিটামিন এ এবং ডি রয়েছে। ভিটামিন এ, রাত কানা রোগ থেকে রক্ষা করে । এছাড়া ডিমে ক্যালসিয়াম, লৌহ ও আমিষ থাকে। ক্যালসিয়াম দেহের হাড় গঠন ও মজবুত রাখতে সাহায্য করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন