সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ৬ মে, ২০১৬

কাব পারদর্শিতা ব্যাজ :- ৮. ফুল বাগান



ফুল বাগান
ক) কোন ঋতুতে দেশীয় কোন ফুল ফোটে এবং কোন ঋতুতে কোন ফুলের গাছ লাগানো যায় তা বলতে পারা।

ঋতু
দেশীয় যে ফুল ফোটে
যখন গাছ লাগানো যায়
গ্রীষ্মকাল
সূর্যমুখী, বেলী, অপরাজিতা, মোরগ ফুল
ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে বীজ বুনতে হয়।
বর্ষাকাল
দোলনচাঁপা, টগর, কামিনী, গন্ধরাজ, কলাবতী, দোপাটী
এপ্রিল – মে মাসে বীজ বুনতে হয়।
শরৎকাল
শিউলি, বকুল, হাস্নাহেনা, কাশফুল

শীতকাল
গাঁদা, চন্দ্রমল্লিকা
আগস্ট - সেপ্টেম্বর মাসে বীজ বুনতে হয়।
বসন্তকাল
শিমুল, পলাশ, কাঞ্চন, কৃষ্ণচূড়া

সারা বছর
জবা, গোলাপ, রজনীগন্ধা


খ) নিজের বাসায়/কাব স্কাউট ডেনে মাটিতে বা টবে বিভিন্ন জাতের ২টি ফুল গাছ লাগিয়ে ৩মাস যত্ন নিতে পারা।

গ) আগাছা পরিষ্কার করতে পারা।
বাগান করতে গেলে, গাছের যত্ন নেওয়ার জন্য প্রথমেই খেয়াল রাখতে হবে বাগানের গাছের সাথে সাথে আগাছাও বেড়ে উঠছে কি না। আগাছা গাছের প্রধান শত্রু। আগাছা দমন করতে হলে নিড়ানি ব্যবহার করা দরকার। নিড়ানির সাহায্যে কিভাবে আগাছা পরিস্কার করতে হয় তা আকেলা কিংবা বড় কারো নিকট থেকে শিখে নিতে হবে।

ঘ) শিমুল, কৃষ্ণচূড়া, শাপলা ফুল কোন মাসে ফোটে তা বলতে পারা।
Ø  শিমুল ফুল- বসন্তকালে (ফাল্গুন ও চৈত্র মাসে) ফোটে।
Ø  কৃষ্ণচূড়া ফুল- বসন্তকালে (ফাল্গুন ও চৈত্র মাসে) ফোটে।
Ø  কলমী ফুল- বর্ষাকালে (আষাঢ় ও শ্রাবণ মাসে) ফোটে।
Ø  শাপলা ফুল- বর্ষাকালে (আষাঢ় ও শ্রাবণ মাসে) ফোটে।

ঙ) না দেখে শুধু ঘ্রাণ নিয়ে ৩টি ফুলের নাম বলতে পারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন