সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ৬ মে, ২০১৬

কাব পারদর্শিতা ব্যাজ :- ৯. ভূগোল



ভূগোল
ক) বাংলাদেশের ম্যাপ চিনতে পারা।

খ) বাংলাদেশের ম্যাপে বিভাগসমূহ চিহ্নিত করতে পারা।
গ) বাংলাদেশের ম্যাপে নিজ জেলা চিহ্নিত করতে পারা।
ঘ) বিভাগ ও জেলাগুলির নাম জানা।

ঙ) নিজ জেলার সংক্ষিপ্ত বিবরণ দিতে পারা।
সুনামগঞ্জ জেলা (সিলেট বিভাগ) : সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় ১৮৭৭ খ্রিষ্টাব্দে এবং জেলায় উন্নীত হয় ০১ মার্চ, ১৯৮৪ খ্রিঃ। সুনামগঞ্জ পৌরসভা গঠিত হয় ১৯৬০ সালে। জেলায় ১১টি উপজেলা এবং ১২টি থানা রয়েছে। সবচেয়ে বড় উপজেলা ধর্মপাশা (৫৩১.০০ বর্গ কিমি) এবং সবচেয়ে ছোট উপজেলা বিশ্বম্ভরপুর (২৪৮.৬৩ বর্গ কিমি)।
আয়তন : ৩,৭৪৭.১৮ বর্গ কিমি।
অবস্থান : ২৪°৩৪´ থেকে ২৫°১২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৬´ থেকে ৯১°৪৯´ পূর্ব দ্রাঘিমাংশ।
সীমানা : উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পূর্বে সিলেট জেলা এবং পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা।
জনসংখ্যা : ২৪,৬৭,৯৬৮ জন (আদমশুমারী ২০১১); পুরুষ ১২,৩৬,১০৬ জন এবং মহিলা ১২,৩১,৮৬২ জন।
সাক্ষরতার  হার : ৩৫% , পুরুষ ৩৬.০৯% , মহিলা ৩৩.০১%
এ জেলায় মনিপুরী, খাসিয়া, হাজং, গারো প্রভৃতি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
বর্তমান জেলা প্রশাসক : শেখ রফিকুল ইসলাম
প্রধান নদী : সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, সোমেশ্বরী।
দর্শনীয় স্থান : ১) হাছন রাজার বাড়ি, ২) টাউনহল জামে মসজিদ, ৩) ডলুরা স্মৃতিসৌধ, ৪) পাগলা মসজিদ, ৫) টাঙ্গুয়ার হাওর, ৬) টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প।

সুনামগঞ্জ সদর উপজেলা (সুনামগঞ্জ জেলা) : সুনামগঞ্জ সদর থানা গঠিত হয় ১৮৭৭ সালে এবং থানাকে উপজেলায় উন্নীত করা হয় ১ ফেব্রুয়ারি, ১৯৮৪ সালে। পৌরসভা গঠিত হয় ১৯৬০ সালে।
আয়তন : ২৯০.৭১ বর্গ কিমি. ।
অবস্থান : ২৪°৪৯´ থেকে ২৪°৯৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৪´ থেকে ৯১°২৭´ পূর্ব দ্রাঘিমাংশ।
সীমানা : উত্তরে বিশ্বম্ভরপুর উপজেলা ও ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, পূর্বে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা, পশ্চিমে জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা।
জনসংখ্যা : ২,৭৯,০১৯ (আদমশুমারী ২০১১); ১,৩৯,৫৬১ জন পুরুষ, ১,৩৯,৪৫৮ জন মহিলা । এ উপজেলায় মনিপুরী, হাজং, গারো প্রভৃতি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
সাক্ষরতার হার : ৩৮.৮% । পুরুষ ৪১.৩% , মহিলা ৩৬.২%  
প্রধান নদী : সুরমা।
দর্শনীয় স্থান : ১) হাছন রাজার বাড়ি, ২) টাউনহল জামে মসজিদ, ৩) ডলুরা স্মৃতিসৌধ।
বর্তমান উপজেলা নির্বাহী অফিসার :  কাইজার মোহাম্মদ ফারাবী










 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন