সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ৬ মে, ২০১৬

কাব পারদর্শিতা ব্যাজ :- ৬. দড়ির কাজ



দড়ির কাজ :
ক) দড়ির যত্ন নেওয়া ও সুন্দরভাবে দড়ি গুটিয়ে রাখতে পারা।

উত্তর : পাইওনিয়ারিং বা অন্য কোন কাজে দড়ি ব্যবহারের পরে ভাল ভাবে পরিষ্কার করে রাখতে হয়কোন দড়িটি কতটুকু লম্বা তা একটি কার্ডে লিখে ঐ দড়িতে যদি বেঁধে রাখা হয় তবে প্রয়োজনের সময় নির্দিষ্ট মাপের দড়িটি খুঁজে পাওয়া সহজ হয়। দড়ি সাধারণতঃ পেঁচিয়ে ঝুলিয়ে রাখতে হয়।

খ) পাট দিয়ে দুই পাকওয়ালা দড়ি তৈরি করতে পারা।

গ) কি কি দিয়ে দড়ি তৈরি করা যায় তা জানা।
উত্তর : দড়ি সাধারণতঃ পাট, শন, নারকেলের ছোবড়া, নাইলন, স্টীল, লোহা, তামা ইত্যাদি দিয়ে তৈরি করা হয়।

ঘ) দড়ি দিয়ে কি কি করা যায় তা জানা (অন্তত: ৩টি)।
উত্তর : (১) স্কাউটিং কার্যক্রমে বিভিন্ন ধরনের গেরো বাঁধা যায়;
(২) গ্যাজেট তৈরি করা যায়;
(৩) দড়ি দিয়ে কোন বস্তু দৃঢ়ভাবে বা শক্তভাবে বাঁধা যায়।
(৪) পাইওনিয়ারিং প্রজেক্ট তৈরি করা যায়। যেমন- কমান্ডো ব্রীজ, ট্রাসেল ব্রীজ, এরিয়েল রানওয়ে, পোল মাংকি ব্রীজ, ট্রাইপড প্রভৃতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন