সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শনিবার, ২ জুলাই, ২০১৬

ঝুঁকি ব্যবস্থাপনা ও কাব লিডারের দায়িত্ব



ঝুঁকি ব্যবস্থাপনা ও কাব লিডারের দায়িত্ব
আমাদের মনে রাখতে হবে, কাব স্কাউটদের বয়স ৬-১১ বছর। এ বয়সের ছেলেমেয়েরা চঞ্চল হয়ে থাকে। তারা কোন কাজ কখন করতে হবে তা বুঝে উঠতে পারে না। তাই এ সময় ছেলেমেয়েদের চলাফেরার প্রতি নজরদারী করা জরুরী। বিশেষ করে কাব ইউনিটের ইউনিট লিডার তার ইউনিটের সকল কার স্কাউটকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে জানবেন। কাবদের ব্যক্তিগতভাবে জানার পরে তার সম্পর্কে ব্যবস্থা নিবেন। ইউনিট লিডারের নিচের বিষয়গুলোর প্রতিও নজর দেয়া জরুরী। যথা-
১. কাব স্কাউটদের পারিবারিক ও আর্থিক অবস্থা কেমন তা জানা;

২. তার কোন শারীরিক অসুস্থতা আছে কিনা;
৩. লেখাপড়ার জন্য কোন অসুবিধা আছে কি না;
৪. প্যাক মিটিং এ আসা ও যাওয়ার জন্য যাতায়াতে তার কোন অসুবিধা আছে কি না;
৫. রাস্তায় চলাচলের জন্য নিয়ম জানা আছে কি না;
৬. সাঁতার জানা আছে কি না;
৭. কাবদের কোন সমাবেশে গেলে অভিভাবকদের অনুমতি গ্রহণ;
৮. সমাবেশে যেতে ও সমাবেশকালে সার্বক্ষণিক একজন প্রশিক্ষণ প্রাপ্ত কাব লিডার সাথে থাকবেন;
৯. প্রত্যেকটি কাজের সময় কাব লিডার অবশ্যই সাথে থাকবেন;
১০. পুকুরে গোসলের সময় পানি তুলে গোসল করতে হবে এবং কাব লিডার সাথে থাকবেন;
১১. কোন কাবকে একাকী কোন কাজে পাঠানো যাবে না;
১২. দীক্ষা প্রাপ্ত কাবকেই কেবল সমাবেশে নেয়া যাবে;
১৩. শারীরিক অসুস্থতা থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে;
১৪. বাসি ও পচা খাবার খাওয়ানো যাবে না;
১৫. রাস্তা থেকে উন্মুক্ত কোন খাবার কিনে খাওয়ানো যাবে না;
১৬. সাথে প্রয়োজনীয় টেলিফোন নম্বর ও বাসা অথবা বাড়ির ঠিকানা রাখতে হবে;
১৭. ছুরি, দা ও কোদাল ব্যবহারে সতর্ক হতে হবে এবং
১৮. নখকাটা, দাঁত ব্রাশ করা, ড্রেস ও শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে কাব লিডার ব্যবস্থা নিবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন