নিউরনে রণন
সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ
হোম
শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
শুনো দেব ত্রিপুরারী-
শুনো দেব ত্রিপুরারী
-
পিতা যে পাষাণ অ’ইলা
১
আরও পড়ুন »
আমার মা-র লাগি ঝুরে দুইটা আঁখিরে শ্মশানবাসী
আমার মা
-
র লাগি ঝুরে দুইটা আঁখিরে শ্মশানবাসী
আমার মা
-
র কেউ নাই
আমি বিনে লক্ষ্য নাই
আরও পড়ুন »
শনিবার, ২২ মার্চ, ২০১৪
মেঘ নাই আন্ধাইরা রাত্রি নায়ে আটু পানি
মেঘ নাই আন্ধাইরা রাত্রি নায়ে আটু পানি
কে কে যাইবা দুলামিয়ার সাথে ফিছন নায়ের পানি।
ভাইও যাইব ভাতিজাও যাইব উস্তাদও যাইব সাথে
আরও পড়ুন »
ছিলোটিয়া আজিরেনা নাজিরে
ছিলোটিয়া আজিরেনা নাজিরে
জালিবেতের পাঙ্খারে
যে পাঙ্খা হেলিয়া দামান আইৎরারে
আরও পড়ুন »
শানের বান্দিল ঘাটে দেখিয়া আইছি
শানের বান্দিল ঘাটে দেখিয়া আইছি বাবাজী গো
বেলুয়া গোসল করে
অতই সুন্দর বেলুয়া বাবাজী গো
আমারে করাও বিয়া।
আরও পড়ুন »
আন তো মরিচের ডাল
আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি
মারো তো দামান্দের মারে ছোলাইল বেতের বাড়ি
আরও পড়ুন »
আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি
আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি
মারো তো কইন্যার মারে ছোলাইল বেতের বাড়ি
আরও পড়ুন »
হরিণ শিকারে যাইতে বা দামান
হরিণ শিকারে যাইতে বা দামান
মিরগো
১
শিকারে যাইতে বা দামান
পন্থে সুর শুনোইন, শুনোইন আজব বেলোয়ার কান্দনরে
আরও পড়ুন »
সিন্তি যে আনিছো আলিমের নওশারে
সিন্তি যে আনিছো আলিমের নওশারে
তোমার সিন্তির বাজু কেনে টুটা?
আরও পড়ুন »
কোথায় ঐ না গেলা গো, ছাওয়াল ঝিয়াইর মা-ও গো
কোথায় ঐ না গেলা গো, ছাওয়াল ঝিয়াইর মা-ও গো
বার বাংলায় কিসের বাজনা বাজে গো
আরও পড়ুন »
শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
দামান তারা সাত ভাই সাত ঘোড়া ছোয়ারি
দামান তারা সাত ভাই সাত ঘোড়া ছোয়ারি
একলা ছাবাল দামান চৌদর ছোয়ারি
যদি বা দামান পড়রা, পণ্ডিত আছিলাই
সাথে করি আনিতা অজু, খড়ম, পানি
আরও পড়ুন »
কেওয়ার তলেরে বৈরাতি আলোডুলো করে
কেওয়ার তলেরে বৈরাতি আলোডুলো করে
চাম্পার তলেরে বৈরাতি আলোডুলো করে
আরশের দাদাজীর বাড়ি জায়গা নাই সে মিলে
আরও পড়ুন »
উনুরে ঝুনুরে খেইড়ের ঝিয়াই
উনুরে ঝুনুরে খেইড়ের ঝিয়াই
চমকে উঠিলা দাদাজীর কুলে।
দেখ দেখ দাদাজী বা দুনু আখির পানি
পানি কাজল বরণ হইয়া পড়ে।
আরও পড়ুন »
উচা কইরা বানাইছ বা বাবাজী বাংলা
উচা কইরা বানাইছ বা বাবাজী বাংলা
নিচা হইছে বাবাজী উচারা।।
পরদেশি দামান আন্দরে যাইতে
শিরো লাগবো উচারা
আরও পড়ুন »
আমি যেন যাইতাম দুরই শশুর দেশে
আমি যেন যাইতাম দুরই শশুর দেশে মাইজী গো
মাইজী, কি ধন দিবায় সাথে?
শির না চাইয়া শিরর টিকা দিছি বাবারে
বাবা, যেই না রংগে বউ না সাজে
আরও পড়ুন »
সবার সামনে বিবির সকোরা আইছে
সবার সামনে বিবির সকোরা আইছে
সকোরা খুলিয়া টিকা পরিয়া লও গো বালি।
কি টিকা পরিমু রাজা
আরও পড়ুন »
বাও নাই বাতাসও নাই দামান চৌদল কেনে ই’লে
বাও নাই বাতাসও নাই দামান চৌদল কেনে ই’লে
১
লাখ টেকার মতির ঝাঝর বা দামান চৌদলের উপরে।
আরও পড়ুন »
কমরের কাঁটাগুলি খুলিয়া
কমরের কাঁটাগুলি খুলিয়া
দামান রাজা যাইন বাঁশের তলে রে ভ্রমরা।
বাছিয়া বাছিয়া কাটৈন
আরও পড়ুন »
উপরে দিয়া তিরিমিরি কার বাসরে পুশাও সারা রাত
উপরে দিয়া তিরিমিরি কার বাসরে পুশাও সারা রাত (২) ।
রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ
তোমার বাবাজীর বাড়িতে ঘাটুয়া নাচোয়ায়
আরও পড়ুন »
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪
কি হইল মোর জলের ঘাটে গিয়া—নাগর বন্ধুয়া
কি হইল মোর জলের ঘাটে গিয়া
—
নাগর বন্ধুয়া
কি হইল মোর গলের ঘাটে গিয়া।
ঘাটে গেলে আঞ্জন মাঞ্জন
ঘরে আইলে কেশের যতন
আরও পড়ুন »
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)