সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শনিবার, ২২ মার্চ, ২০১৪

আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি



আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি
মারো তো কইন্যার মারে ছোলাইল বেতের বাড়ি
।।
ছোলাইল বেতের বাড়ি খাইয়া পিটন গড়াগড়ি
এক্কই দৌড়ে গিয়া উঠলা পান উইল্লার বাড়ি
পান উইল্লা ভাইরে ভাই বলি তোমারে
এক চাটা পান দিয়া বিদায় দেও আমারে।

আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি
মারো তো কইন্যার চাচীরে ছোলাইল বেতের বাড়ি।।
ছোলাইল বেতের বাড়ি খাইয়া পিটন গড়াগড়ি
এক্কই দৌড়ে গিয়া উঠলা গুয়া উইল্লার বাড়ি
গুয়া উইল্লা ভাইরে ভাই বলি তোমারে
এক ভী গুয়া দিয়া বিদায় দেও আমারে।

আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি
মারো তো কইন্যার ভৈনরে ছোলাইল বেতের বাড়ি।।
ছোলাইল বেতের বাড়ি খাইয়া পিটন গড়াগড়ি
এক্কই দৌড়ে গিয়া উঠলা সাদা উইল্লার বাড়ি
সাদা উইল্লা ভাইরে ভাই বলি তোমারে
এক গাইট সাদা দিয়া বিদায় দেও আমারে।

 (তহুরা বেগম, শিক্ষিকা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ কর্তৃক দোয়ারা বাজার থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন