সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শনিবার, ২২ মার্চ, ২০১৪

হরিণ শিকারে যাইতে বা দামান



হরিণ শিকারে যাইতে বা দামান
মিরগো শিকারে যাইতে বা দামান
পন্থে সুর শুনোইন, শুনোইন আজব বেলোয়ার কান্দনরে

কিসের লাগি কান্দো গো বিবি
কিসের লাগি কান্দো গো বালি
আমি কান্দি সাতবোন সতীনের জ্বালায় রে।।
আমার সঙ্গে চল গো বিবি
আমার সঙ্গে চল গো বালি
আমি নিয়া বানাইমু বড় ঘরের সাইবানী গো।।

মাইজী বারাইয়া জিজ্ঞাস করৈন
কার ঘরের সারো-চুয়ার জোড় ভাঙ্গিয়া আনছোরে?
চাচীজী বারাইয়া জিজ্ঞাস করৈন
কার ঘরের আরশ-চুয়ার জোড় ভাঙ্গিয়া আনছোরে?
না-ও ভাঙ্গি সারো-চুয়ার জোড় গো
না-ও ভাঙ্গি আরশ-চুয়ার জোড় গো
আমি আনছি মাই-চাচীর খেজমতের লাগিয়া গো।।

১. মিরগো = মৃগ, হরিণ

(তহুরা বেগম, শিক্ষিকা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ কর্তৃক দোয়ারা বাজার থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন