সিন্তি যে আনিছো আলিমের নওশারে
তোমার সিন্তির বাজু কেনে টুটা?
সিন্তির বদলে আলিমের নওশারে
তোমার বাবাজী থইয়া যাও বান্ধা।
আমার বাবাজী মাইজীর পিয়ারা
বালি, কেমনে থইয়া যাই বান্ধা।
গলার হার যে আনিছো আলিমের নওশারে
তোমার হারের বাজু কেনে টুটা?
গলার হারের বদলে আলিমের নওশারে
তোমার চাচীজী থইয়া যাও বান্ধা।
আমার চাচীজী, চাচাজীর পিয়ারা
বালি, কেমনে থইয়া যাই বান্ধা।
(তহুরা বেগম, শিক্ষিকা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ
কর্তৃক দোয়ারা বাজার থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন