সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শনিবার, ২২ মার্চ, ২০১৪

কোথায় ঐ না গেলা গো, ছাওয়াল ঝিয়াইর মা-ও গো



কোথায় ঐ না গেলা গো, ছাওয়াল ঝিয়াইর মা-ও গো
বার বাংলায় কিসের বাজনা বাজে গো
।।
তুমিও শুনছো গো, তুমিও দেখছো গো
বার বাংলায় দামান সাইজা আইছে গো।। ঐ

কোথায় ঐ না গেলারে বেগার ভাইও রে
জলদি কইরা পালকী সাজাও আইয়ারে
ছয় মাসের জাদু গো
দুধ খাইয়া কোলে শুইয়া গেছে গো।।

আগে না কইছিলা গো রাজা
দুধের ঝিয়াই দুধে থুইয়া যাইবারে
খেইড়ের ঝিয়াই খেইড়ে থুইয়া যাইবারে।

কোনখানে দেখছো গো, কোনখানে শুনছো গো
বিয়া কইরা খালি নওশা যাইতে গো

মাইজী কি বা রৈছৈন গো, পন্থের পানে চাইয়া গো
আমার জাদু বিয়া কইরা আইরা গো

ভাবী কি বা রৈছৈন গো মাথার কেশ আওলাইয়া গো
আমার দেওরাই বিয়া কইরা আইরা গো।।

(তহুরা বেগম, শিক্ষিকা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ কর্তৃক দোয়ারা বাজার থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন