উনুরে ঝুনুরে খেইড়ের ঝিয়াই
চমকে উঠিলা দাদাজীর কুলে।
দেখ দেখ দাদাজী বা দুনু আখির পানি
পানি কাজল বরণ হইয়া পড়ে।
দাদাজীর চড়ন ঘুড়া (ঘোড়া) নওশারে দিয়া
এক রাত্রির লাগিয়া
ও দয়ার দাদাজী খুজিয়া রাখো মোরে।
বিয়া যে দিয়াছি, মিঠাই যে খাইয়াছি
কেমনে রাখিমু তোরে।। ঐ
উনুরে ঝুনুরে খেইড়ের ঝিয়াই
চমকে উঠিলা বাবাজীর কুলে (কোলে) ।
দেখ দেখ বাবাজী বা দুনু আখির পানি
পানি কাজল বরণ হইয়া পড়ে।
বাবাজীর চড়ন ঘুড়া নওশারে দিয়া
এক রাত্রির লাগিয়া খুজিয়া রাখো মোরে।
বিয়া যে দিয়াছি, কাবিন যে কইরাছি
কেমনে রাখিমু তোরে।। ঐ
(তহুরা বেগম, শিক্ষিকা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ
কর্তৃক দোয়ারা বাজার থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন