সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

কমরের কাঁটাগুলি খুলিয়া



কমরের কাঁটাগুলি খুলিয়া
দামান রাজা যাইন বাঁশের তলে রে ভ্রমরা।
বাছিয়া বাছিয়া কাটৈন

দামান রাজা বেতুয়া বাঁশের জররে আরে ভ্রমরা।
হাতে দামান্দে ফারৈন বেত
দাঁতে তুলৈন বেতরে ভ্রমরা
এমন পাংখা বানাইলা দামান্দে
পাংখার কিনারে লেখিয়া দিলারে আ’শা-আ’শির  জোড়ারে আরে ভ্রমরা।

এমন পাংখা বানাইলা দামান্দে
পাংখার কিনারে লেখিয়া দিলারে মুরগা-মুরগির  জোড়ারে আরে ভ্রমরা।
সেই না পাংখার জোড়া দেখিয়া কইন্যার বাপে ভাবৈন মনে মনেরে
এমন সুন্দর কামেলা পাইলে আমার ঝিয়াই দিমু দানেরে আরে ভ্রমরা।

১. বাঁশের জর = বাঁশের শিখড় বা মূল
২. আ’শা-আ’শি = হাঁসা-হাঁসি, হংস-হংসী

(তহুরা বেগম, শিক্ষিকা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ কর্তৃক দোয়ারা বাজার থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন