বাও নাই বাতাসও নাই দামান চৌদল কেনে ই’লে১
লাখ টেকার মতির ঝাঝর বা দামান চৌদলের উপরে।
মাইজী বারাইয়া নিষেধ করৈন বাচা না যাইও পূর্বদিকে
পূর্বের ডাকুনীয়ে পাইলে বাচা রাখিব তোমারে।
কাইরা২ নিব হাতের বাঁশি বা দামান ছিরব৩
গলার মালা।
চাচীজী বারাইয়া নিষেধ করৈন বাচা না যাইও দক্ষিণদিকে
দক্ষিণের যুগিনীয়ে পাইলে বাচা রাখিব তোমারে
কাইরা২ নিব হাতের বাঁশি বা দামান ছিরব৩
গলার মালা।
ভৈনে বারাইয়া নিষেধ করৈন, ভইধন না যাইও উত্তরে
উত্তরের ভুতে পাইলে রাখিব তোমারে
কাইরা২ নিব হাতের বাঁশি বা দামান ছিরব৩
গলার মালা।
রাত্রি প্রভাত অ’ইলে৪ আইও মাইজীর কুলে৫
১. ই’লে = হিলে
২. কাইরা = কাইড়া, কেড়ে
৩. ছিরব = ছিড়বে
৪. অ’ইলে = হইলে
৫. কুলে = কোলে
(তহুরা বেগম, শিক্ষিকা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ
কর্তৃক দোয়ারা বাজার থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন