উপরে দিয়া তিরিমিরি কার বাসরে পুশাও সারা রাত (২) ।
রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ
তোমার বাবাজীর বাড়িতে ঘাটুয়া নাচোয়ায়
নাচিছিল সারা রাত।
রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ
তোমার চাচাজীর বাড়িতে বার বাংলায় ভ্রমরায়
নাচিছিল সারা রাত।
রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ
আউকা আউকা দয়াল বাবাজী কাইন্দা
আর্দাশ করমু তানের টাইন।
এমন তামেশার কালে না নিলা নাইওর।
রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ
তোমার বাবাজীর বাড়িতে তামেশা দেখতে দেখতে
পড়িল মুখের ঘাম।
তোমার দাদাজীর ক্ষমতা নাইদো বালি
পাংখামেরা দিতা নওশার গায়।
রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ
(তহুরা বেগম, শিক্ষিকা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ
কর্তৃক দোয়ারা বাজার থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন