কি হইল মোর জলের ঘাটে গিয়া—নাগর
বন্ধুয়া
কি হইল মোর গলের ঘাটে গিয়া।
ঘাটে গেলে আঞ্জন মাঞ্জন
ঘরে আইলে কেশের যতন
কেশ আউলাইয়া মন করল উতালা—নাগর
বন্ধুয়া
কি হইল মোর জলের ঘাটে গিয়া।
শাশরী ননদের জ্বালায়
ঘর বানাইলাম কদম তলায়
দখনাইলা বাতাস লাগে গায়—নাগর
বন্ধুয়া
কি হইল মোর জলের ঘাটে গিয়া।
শাশুরী মরিয়া যাউকা
ননদীরে বাঘে খাউকা
ননদীরে খাইছে লংকার বাঘে—নাগর
বন্ধুয়া
কি হইল মোর জলের ঘাটে গিয়া।
বন্ধুর হাতে টিয়ার ছাও
খেওয়া ঘাটে নাই মোর নাও
খেওয়ানীরে খাইছে লংকার বাঘে—নাগর
বন্ধুয়া
কি হইল মোর জলের ঘাটে গিয়া।।
(তহুরা বেগম, শিক্ষিকা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ
কর্তৃক দোয়ারা বাজার থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন