সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

সংহার মুদ্রা



 
চিত্র : সংহার মুদ্রা-১
 
চিত্র : সংহার মুদ্রা-২
সংহার মুদ্রা- বামহস্ত অধোমুখ রেখে তার উপর ঊর্ধ্বমুখ দক্ষিণহস্ত স্থাপন করবে এবং উভয় হস্তের কনিষ্ঠার সহিত কনিষ্ঠা, অনামিকার সহিত অনামিকা, মধ্যমার সহিত মধ্যমা এবং তর্জনীর সহিত তর্জনী গ্রথিত করবে।
অতঃপর এই সংযুক্ত হস্ত পরিবর্তিত করবে এবং তর্জনীদ্বয়ের অগ্রভাগ সংযোগে নির্মাল্য গ্রহণ করে নাসিকার সম্মুখে ধারণপূর্বক আঘ্রাণদ্বারা দেবতাকে হৃদয়ে স্থাপন এবং ঐ নির্মাল্য বিপরীতভাগে হস্ত পরিবর্তন দ্বারা ভূমিতে স্থাপন করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন