সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

আমার মা-র লাগি ঝুরে দুইটা আঁখিরে শ্মশানবাসী



আমার মা-র লাগি ঝুরে দুইটা আঁখিরে শ্মশানবাসী
আমার মা-র কেউ নাই            
আমি বিনে লক্ষ্য নাই

আমি বিনে কারে ডাকবা উমারে শ্মশানবাসী
ক্ষীর-ক্ষীরসা সর লনী খাবাইছৈন পিতা গিরি
দুই স্তন দিয়া মায়ে করছৈন পালনরে শ্মশানবাসী
যুদি শিবের আইজ্ঞাপাই
মা-জননী দেখিয়া আ
আরও দেখমুরী আর পরীরে শ্মশানবাসী
(১) লনী= ননী, মাখন   (২) খাবাইছৈন =খাইয়েছেন  (৩) করছৈন = করেছেন  (৪) যুদি = যদি 
(৫) আইজ্ঞা =আজ্ঞা  (৬) আ’ই = আসি (৭) দেখমু = দেখবো (৮) আ’রী =আরশি (৯) প’রী = পড়শি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন