আমার মা-র লাগি ঝুরে দুইটা আঁখিরে শ্মশানবাসী
আমার মা-র কেউ নাই
আমি বিনে লক্ষ্য
নাই
আমি বিনে কারে
ডাকবা উমারে শ্মশানবাসী
ক্ষীর-ক্ষীরসা সর লনী১ খাবাইছৈন২ পিতা
গিরি
দুই স্তন দিয়া
মায়ে করছৈন৩ পালনরে শ্মশানবাসী
যুদি৪
শিবের আইজ্ঞা৫ পাই
মা-জননী দেখিয়া আ’ই৬
আরও দেখমু৭
আ’রী৮ আর প’রীরে৯ শ্মশানবাসী।
(১) লনী= ননী,
মাখন (২) খাবাইছৈন =খাইয়েছেন (৩) করছৈন = করেছেন (৪) যুদি = যদি
(৫) আইজ্ঞা
=আজ্ঞা (৬) আ’ই = আসি (৭) দেখমু = দেখবো (৮)
আ’রী =আরশি (৯) প’রী = পড়শি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন