সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

আমি যেন যাইতাম দুরই শশুর দেশে



আমি যেন যাইতাম দুরই শশুর দেশে মাইজী গো
মাইজী, কি ধন দিবায় সাথে?
শির না চাইয়া শিরর টিকা দিছি বাবারে
বাবা, যেই না রংগে বউ না সাজে
।।

আমি যেন যাইতাম দুরই শশুর দেশে চাচীজী গো
চাচীজী, কি ধন দিবায় সাথে?
গলা না চাইয়া গলার হার দিছি বাবারে
বাবা, যেই না রংগে বউ না সাজে।।

আমি যেন যাইতাম দুরই শশুর দেশে ভৈনাই গো
ভৈনাই, কি ধন দিবায় সাথে?
পাওয়েরই নুপুর দিছি ভাইধনরে
ভাইধন, যেই না রংগে বউ না সাজে।।

(তহুরা বেগম, শিক্ষিকা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ কর্তৃক দোয়ারা বাজার থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন