সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

মারলাইন স্পাইক হিচ (Marline Spike Hitch)


মারলাইন স্পাইক হিচ (Marline Spike Hitch)


 
ব্যবহার : সিড়ি তৈরির কাজে ব্যবহৃত হয়।

ম্যানহারনেচ নট বা গুনটানা গেরো (Manherness Knot)



ম্যান হারনেচ নট বা গুনটানা গেরো (Manherness Knot)


ব্যবহারঃ একাধিক লুপ তৈরী করে  লুপের ভিতর লাঠি ঢুকিয়ে অথবা  হাত ঢুকিয়ে একাধিক লোকে কোন ভারী জিনিস টেনে নেয়ার জন্য। 

ফায়ার ম্যান চেয়ার নট (Fire Man’s Chair Knot )


ফায়ার ম্যান চেয়ার নট (Fire Mans Chair Knot )



ব্যবহার :  উদ্ধার কাজে রশির মাঝে লুপ তৈরি করে রোগীকে সেখানে বসিয়ে উপরে উঠানো এবং নামানো হয়।

শ্লিপারী শীট বেল্ড ( Slipary Sheet bend )



শ্লিপারী শীট বেল্ড   ( Slipary Sheet bend ) :


ব্যবহার :  ভিজা অবস্থায় মোটা রশির সাথে সরু রশির জোড়া দেয়ার জন্য।

ক্রাউন নট টার্ক হেট (Crown Knot or Turks head)





ক্রাউন নট টার্ক হেট (Crown Knot or Turks head


ব্যবহার :  তিন গুনের রশির মুখ যাতে খুলে না যায়।

স্কয়ার বো (Square Bow) বা জুতার ফিতা বাঁধা


স্কয়ার বো  (Square Bow) বা জুতার ফিতা বাঁধা 

ডবল শীট বেল্ড ( Double Sheet Bend ) :



ডবল শীট বেল্ড ( Double Sheet Bend ) :





ব্যবহারঃ মোটা রশির সাথে বেশী চিকন রশির জোড়া দেয়ার জন্য ।

ক্যাটস প (Cats Paw )


ক্যাটস প (Cats Paw )
ব্যবহার :  সাধারণত হুকে লাগানোর জন্য ক্যাটস প ব্যবহার করা হয় যাতে করে ঢিলা অবস্থায় হুকের সাথে যুক্ত থাকে এবং সহজে খোলা এবং দেয়া যায়।

বোলাইন অন দি বাইট (Bowline on the Bight)


বোলাইন অন দি বাইট (Bowline on the Bight)

ব্যবহার : উদ্ধার কাজে রোগীকে উপরে উঠানো ও নামানোর জন্য ।

ওয়েষ্ট কানর্ট্রি হুইপিং (West Country Whipping)




ওয়েষ্ট কানর্ট্রি হুইপিং (West Country Whipping


ব্যবহার :  নরম প্রকৃতি বা অধিক গুনের রশি মুখ বাধতে সাধারণতঃ এই হুইপিং দেয়া হয়।

সেইল মেকার হুইপিং (Sail makers Whipping)


সেইল মেকার হুইপিং (Sail makers Whipping­








ব্যবহার :  তিনগুন বিশিষ্ট পিচ্ছিল বা শক্তরশির মুখ বাধার জন্য এই হুইপিং দেয়া হয়।

সাধারণ হুইপিং- (Simple Whipping)


সাধারণ হুইপিং- (Simple Whipping)
ব্যবহার :  একাধিক গুনের রশির মুখ বাধানোর জন্য

তাঁবু গেরো ( Round Turn & Two half Hitches )


তাঁবু গেরো ( Round Turn & Two half Hitches )


ব্যবহার : রশিকে সহজে টেনে এবং সহজে ঢিলা করে বাধার জন্য ।

গুড়ি টানা গেরো (Timber Hitch)





গুড়ি টানা গেরো (Timber Hitch)








ব্যবহার :  এক বা একাধিক  দন্ডের সাথে অতি সহজে রশি বাঁধা ও খোলা যায় এবং রশি টানার সাথে সাথে বাঁধন শক্ত হওয়ার জন্য।

পাল গেরো (Sheet Bend )


পাল গেরো (Sheet Bend )


 
ব্যবহার :  একটি  মোটা রশির সাথে চিকন রশি জোড়া দেয়ার  জন্য।

জীবন রক্ষা গেরো (Bowline )



জীবন রক্ষা গেরো  (Bowline ) 



ব্যবহার :  উদ্ধার কাজ সম্পন্ন করার জন্য  বিশেষ করে  রোগীকে ওপর থেকে নিচে নামাবার বা নিচ থেকে ওপরে তোলা  বা পানি থেকে টেনে বা আগুন থেকে উদ্ধারের জন্য ।

বুধবার, ২৭ জুলাই, ২০১৬

বড়শী গেরো ( Clove Hitch )


বড়শী গেরো ( Clove  Hitch  ) 

ব্যবহারযেকোন দন্ডে রশি বাধা ও শেষ করার জন্য।

ডাক্তারী গেরো (Reef Knot)

ডাক্তারী গেরো (Reef Knot)  :  
ব্যবহার :  দুটি একই মাপের মোটা রশির  প্রান্ত জোড়া দেয়ার জন্য।

গেরো (Knot)

গেরো (Knot) :  সাধারণতঃ গেরো (Knot) বলতে একটি রশিতে গিরো দেয়া বা জড়ানোকে বুঝায়। (Knot is a inter weaving of one rope only) বেন্ড দুটো রশিকে জোড়া বা সংযুক্ত করে। (a bend joins two ropes) আর হিচ কোন বস্তুতে শক্তভাবে বাঁধতে ব্যবহৃত হয় (a hitch makes Fast a rope to something else) তবে ব্যতিক্রম হচ্ছে জেলে গেরো (Fisherman’s Knot) কিন্তু আসলে বেন্ড আবার ফিসারম্যানস বেন্ড কিন্তু প্রকৃতপক্ষে এক প্রকার হিচ। 

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

ইউনিটের বার্ষিক পরিসংখ্যান রিপোর্ট- নবায়ন ফরম





বাংলাদেশ স্কাউটস,...................... অঞ্চল
                    ইউনিটের বার্ষিক পরিসংখ্যান রিপোর্ট-২০
(প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে চার কপি ফরম পূরণ করে উপজেলায়/জেলায় প্রেরণ করতে হবে।)
নবায়ন ফরম

ইউনিটের নামঃ  ......................................................................................গ্রুপ নং .............................................
ডাকঃ ......................... উপজেলাঃ ......................জেলাঃ........................................ চার্টার নম্বর ও তারিখঃ.................

বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষণ ম্যানুয়েল Training Manual এর pdf





বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষণ ম্যানুয়েল Training Manual এর pdf ডাউনলোড 
করতে                   Please  click here.