সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

ফায়ার ম্যান চেয়ার নট (Fire Man’s Chair Knot )


ফায়ার ম্যান চেয়ার নট (Fire Mans Chair Knot )



ব্যবহার :  উদ্ধার কাজে রশির মাঝে লুপ তৈরি করে রোগীকে সেখানে বসিয়ে উপরে উঠানো এবং নামানো হয়।



উপকরণ :  একটি লম্বা রশি।



তৈরি কৌশল : রশির দুই প্রান্ত একত্র করে  এক ভাঁজ করে বাইট অংশে উভয় হাতের  উপর ঘড়ির কাটার উল্টা দিকে ঘুরিয়ে দুটি লুপ তৈরি করে ডান হাতের লুপটি বাম হাতের লুপের নিচেই মাঝামাঝি রাখতে হবে। বাম হাতের লুপের ডান পাশ্ব ডান হাতের মাধ্যমার উপর বৃদ্ধা  আংগুল এবং বাম পাশে বাম হাতের  বৃদ্ধা আংগুল দিয়ে চেপে ধরতে হবে। এবার ডান হাতের  বৃদ্ধা আংগুল দিয়ে নিচের  দিকে এবং  বাম হাতের  মধ্যমা দিয়ে উপরের দিকে নিয়ে দুই হাতে দুটি বাইট তৈরি করতে হবে। উভয়বাইটের রশি ডানহাতটির ডানে এবং বাম হাতটির বামে টেনে বড় করতে হবে যাতে একজনের অনায়াসে প্রেবশ করতে পারে। এবার ডান হাতের স্থির  অংশ নিচের লুপ তৈরি করে ডান পার্শ্বের  বাইটটি লুপের নিচ দিয়ে উপরে উঠাতে হবে এবং  বাম পাশের  বাইটটি লুপের নিচ দিয়ে উপরে  উঠালে ফায়ার ম্যানস চেয়ার নট তৈরি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন