ম্যান হারনেচ নট বা গুনটানা গেরো (Manherness Knot) :
|
উপকরণঃ
একটি লম্বা রশি ।
তৈরি কৌশলঃ রশি সামনে রেখে রশির চলমান প্রান্ত ডান হাত দিয়ে হাত উপরে
প্রসারিত করে মাটিতে স্থির অংশ পা দিয়ে চেপে ধরতে হবে । বাম হাত দিয়ে বুকের কাছে
স্থির অংশ ধরে চলমান প্রান্ত নিচে ফেলে লুপ তৈরি করতে হবে। যাতে করে প্রান্তটি ডান
দিকে মুখ করে থাকে। বাম হাতের লুপের অংশ ডান হাতের উপর একভাঁজ দিয়ে নিচে স্থির অংশের উপর ফেলে
বাম পার্শ্বের রশি টেনে এনে ম্যানহারনেস নট তৈরি করা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন