সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

ওয়েষ্ট কানর্ট্রি হুইপিং (West Country Whipping)




ওয়েষ্ট কানর্ট্রি হুইপিং (West Country Whipping


ব্যবহার :  নরম প্রকৃতি বা অধিক গুনের রশি মুখ বাধতে সাধারণতঃ এই হুইপিং দেয়া হয়।

উপকরণ :  একটি অধিক গুনের রশি এবং একহাত সুতা ।

 তৈরি কৌশল : প্রায় একহাত মোটা সুতা নিয়ে মূল দড়ির শেষ প্রান্তের আধা ইঞ্চি নিচে সুতার মধ্যভাগ মল দড়ির উপর  পর্যায়ক্রমে একবার সামনের দিকে এবং একবার পিছরে দিকে অর্ধেক গেরো বাধতে বাধতে নিচের দিক থেকে উপরের অংশে যেয়ে ডাক্তারী গেরো দিয়ে শেষ করতে হবে।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন