সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

বোলাইন অন দি বাইট (Bowline on the Bight)


বোলাইন অন দি বাইট (Bowline on the Bight)

ব্যবহার : উদ্ধার কাজে রোগীকে উপরে উঠানো ও নামানোর জন্য ।
উপকরণ : লম্বা একটি রশি।
তৈরি কৌশল :  সম্পুর্ণ রশিকে দ’ভাঁজ করে প্রান্তদ্বয়ের বিপরীত দিকের প্রান্ত (যে দিকে বাইট আছে) নিজের শরীরের দিকে রেখে প্রান্ত দু’টিকে নিজের সামনের দিকে রাখতে হবে। দড়ির যে অংশের উপর লুপ তৈরি করতে হবে সে পরিমান দড়িকে নিজের শরীরের দিকে টেনে আনতে হবে। শরীরের দিকে দড়ির যে প্রান্ত আছে তাকে চলমান প্রান্ত এবং শরীরের সামনের দিকে যে অংশ আছে তাকে স্থির প্রান্ত বলে। এরপর রশির যে অংশে লুপ করতে হবে সে অংশকে বাম হাতের আঙ্গুলের ওপর রেখে একটি লুপ তৈরি করে চলমান অংশের প্রান্তকে (যে দিকে বাইট আছে) ঐ লুপের মধ্যে পরিয়ে দিতে হবে। চলমান অংশ লুপের নিচ থেকে ওপরের দিকে উঠবে এরপর বাইটের ওপর দিক দিয়ে বাইটের মধ্যে হাত পরিয়ে লুপের মধ্যে দড়ির যে চারটি অংশ আছে তাকে বাইরে টেনে আনতে হবে । বাইটের মধ্য দিয়ে দড়ির যে চারটি অংশ বাইরে টেনে আনা হয়েছে তার ডান দিকের অংশে দড়ির যে দুটি অংশ আছে তাকে ডান হাতে ধরে এবং বাম হাত দিয়ে দড়ির স্থির প্রান্ত ধরে আস্তে আস্তে টানলে বোলাইন অন দি বাইট তৈরি হয়ে যাবে ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন