সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

ক্যাটস প (Cats Paw )


ক্যাটস প (Cats Paw )
ব্যবহার :  সাধারণত হুকে লাগানোর জন্য ক্যাটস প ব্যবহার করা হয় যাতে করে ঢিলা অবস্থায় হুকের সাথে যুক্ত থাকে এবং সহজে খোলা এবং দেয়া যায়।

উপকরণ  :  একটি লম্বা রশি । 
তৈরি কৌশল :  বাম হাতের আংগুলগুলো  উপর দিক করে তালু সামনে রেখে ডান হাত দিয়ে রশির চলমান প্রান্ত ধরে বৃদ্ধা আংগুলের সামনে দিয়ে ডানে নিয়ে বিপরীতভাবে ডান হাতের আংগুলে একইভাবে পেচ দিতে হবে। এবার তর্জুনী মধ্যদিয়ে রশিকে নিচের দিকে ঘুরিয়ে ‘ক্যাটস প’ তৈরি করা সহজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন