সেইল মেকার হুইপিং (Sail makers Whipping)
ব্যবহার
: তিনগুন বিশিষ্ট পিচ্ছিল বা শক্তরশির মুখ
বাধার জন্য এই হুইপিং দেয়া হয়।
উপকরণ
: তিন তারের রশির মুখ এবং একহাত পরিমান সুতা ।
তৈরি কৌশল : দড়ির মাথার কিছূ অংশের পাক খুলে বাম হাতে ধরতে
হবে। যেন গুনগুলো পাশাপাশি থাকে । সুতার এক
প্রান্ত একটি লুপ তৈরি করে মাঝখানের গুনের
ভিতর পরিয়ে দিতে হবে। এবং সুতার সকল
অংশ সিহর প্রান্তের দিকে রেখে বাম হাত দিয়ে চেপে ধরতে হবে। এবার সুতার লম্বা অংশ
উপরের দিকে সাধারণ হুইপিং এর মত পেচিয়ে আনতে হবে। সুতার কিছূ অংশ থাকতে শেষ করতে
হবে। এবার লুপটি নিচের দিক থেকে উপরের দিকে ঘুরিয়ে দুই প্রান্তে ডাক্তারী গেরো
দিয়ে সেইল মেকার হুইপিং তৈরি করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন