সাধারণ হুইপিং- (Simple Whipping)
ব্যবহার : একাধিক গুনের রশির মুখ বাধানোর
জন্য
উপকরণ :
রশির প্রান্ত ও একহাত পরিমান লম্বা
সুতা
তৈরি কৌশল : সুতার এক প্রান্তে এক ইঞ্চি পরিমান বাইট তৈরী
করে বাইটের অংশটি রশির মাথার কিছুটা উপরে রেখে দড়ির নিচে সিহর প্রান্তর উপর আঙ্গুল
দিয়ে চেপে ধরে রশির উপরের দিকে আধা ইঞ্চি পরিমান সুন্দরভাবে পেচিয়ে এই প্রান্তটি
বাইটের ভিতর পরিয়ে দিতে হবে। এবং সুতার স্থির প্রান্ত টেনে সাধারণ হুইপিং তৈরি
করতে হয়।
নোটঃ রশির প্রান্ত যখন ভাজ করে রাখা হয় তখন এই ভাজ করা
অংশকে বাইট বলা হয়। আর যখন একটি অপরটির ওপর ক্রস করবে তখন তাকে লুপ বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন