তাঁবু গেরো ( Round Turn & Two half Hitches )
ব্যবহার : রশিকে সহজে টেনে এবং সহজে ঢিলা করে বাধার জন্য ।
উপকরণ
: একটি দন্ড/পেগস/খুটি এবং তাঁবুর
রশির প্রান্ত।
তৈরি কৌশল : দন্ডের সংগে রশিকে ঘড়ির কাটার দিকে দু’টি পেচ দিয়ে স্থির অংশর উপর দু’টি অর্ধপেচ দিয়ে তাঁবুগেরো দিতে হয় । আমরা পেগের সংগে তাঁবুর গাই লাইন ও গাই রোপ এই গেড়ো ব্যবহার করে থাকি যাতে সকালে টেনে এবং সন্ধায় ঢিলা করে দিতে পারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন