সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২৭ জুলাই, ২০১৬

গেরো (Knot)

গেরো (Knot) :  সাধারণতঃ গেরো (Knot) বলতে একটি রশিতে গিরো দেয়া বা জড়ানোকে বুঝায়। (Knot is a inter weaving of one rope only) বেন্ড দুটো রশিকে জোড়া বা সংযুক্ত করে। (a bend joins two ropes) আর হিচ কোন বস্তুতে শক্তভাবে বাঁধতে ব্যবহৃত হয় (a hitch makes Fast a rope to something else) তবে ব্যতিক্রম হচ্ছে জেলে গেরো (Fisherman’s Knot) কিন্তু আসলে বেন্ড আবার ফিসারম্যানস বেন্ড কিন্তু প্রকৃতপক্ষে এক প্রকার হিচ। 


স্কাউটিং কার্যক্রমে যে সব গেরো ব্যবহার করা হয় তা প্রধানতঃ পাঁচ ধরনের হয়ে থাকে।
১। ছিপি গেরো (Stopper Knots) :  এ ধরনের গেরো হাত থেকে রশি বেরিয়ে যেতে বা পিছলিয়ে যেতে বাধা দেয়। তাছাড়া রশির নিক্ষিপ্ত প্রান্তে ভারযুক্ত করতে এ ধরনের গেরো ব্যবহৃত হয়। ক্রাউন নট, ম্যানকিসফিস্ট, ডায়মন্ড নট এ ধরনের গেরোর উদাহরণ।
২। বন্ধন গেরো (Binding Knots) :  কোন বস্ত্ত দৃঢ়ভাবে বা শক্তভাবে বাঁধা, আঁটসাট করা, ব্যান্ডেজ এবং জাহাজ, নৌকা, পাল ইত্যাদি বাঁধতে এ ধরণের গেরো ব্যবহার করা হয়। যেমন ডাক্তারী গেরো, গুড়িটানা গেরো, বড়শী গেরো ইত্যাদি।
৩। বেন্ডস (Bends) :  একই ধরনের বা বিভিন্ন ভারের দুটো রশি সংযুক্ত করতে এ ধরণের গেরো ব্যবহার করা হয়। যেমন-পাল গেরো, জেলে গেরো, কেরিক বেন্ড ইত্যাদি।
৪। হিচ (Hitches) :  কোন দন্ড বা রিং এ রশি দৃঢ়ভাবে স্থাপন করতে, রক্ষা করতে বা নিরাপদ রাখতে এবং পশু বন্ধনের রজ্জু হিসেবে এ ধরনের গেরো ব্যবহার করা হয়। সাধারণত হিচ দ্রুত খুলে নেয়া বা আলগা করা যায়। যেমন-রোলিং হিচ, কাউ হিচ, শীপ শ্যাঙ্ক ইত্যাদি।

৫। ফাঁস (Loops) :  এ ধরনের ফাঁস বা গেরো কোন বস্তুর মধ্যে নিক্ষেপ করা, কোন রিং এর মধ্য দিয়ে চালনা করা এবং কব্জি বা কোমর বাঁধার জন্য ব্যবহৃত হয়। যেমন- জীবনরক্ষা গেরো, গুনটানা গেরো এবং এ্যাংলারস লুপ ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন