পাল গেরো (Sheet Bend )
ব্যবহার : একটি মোটা রশির সাথে চিকন রশি জোড়া দেয়ার জন্য।
উপকরণ : একটি
মোটা রশির চলমান প্রান্ত এবং একটি
চিকন রশির চলমান প্রান্ত।
তৈরি
কৌশল : মোটা রশির প্রান্ত বাম হাতের উপর ধরে ঘড়ির
কাটার উল্টো দিকে একটি বাইক তৈরি করতে হবে। চিকন রশির চলমান প্রান্ত ডান হাতে ধরে
বাইটের নীচ দিয়ে উপরে উঠায়ে ঘড়ির কাটার দিকে অর্ধ পেচদিয়ে ঐ পেচের স্থির অংশের
ভিতর দিয়ে পরিয়ে দিলে পাল গেরো দেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন