জীবন রক্ষা গেরো (Bowline )
ব্যবহার
: উদ্ধার কাজ
সম্পন্ন করার জন্য বিশেষ করে রোগীকে ওপর থেকে নিচে নামাবার বা নিচ থেকে ওপরে
তোলা বা পানি থেকে টেনে বা আগুন থেকে
উদ্ধারের জন্য ।
উপকরণ : একটি লম্বা রশি।
তৈরি
কৌশল : রশির চলমান প্রান্ত ডান হাতে ধরতে হবে। বাম
হাতের তালু উপরে দিয়ে সামনে যতদূর
সম্ভব প্রসারিত করে তালুর উপর দিয়ে রশিটির
স্থির অংশ রেখে ডান হাত ডান দিকে উপরে প্রসারিত করে চলমান প্রান্ত ছেড়ে দিয়ে বাম
হাতের ওপর রশির অংশ মধ্যমার ওপর রেখে
বৃদ্ধা আংগুল দিয়ে চেপে ধরতে হবে এবং ঐখানেই চলমান প্রান্তের অংশ দিয়ে ঘড়ির
উল্টোদিকে ঘুরিয়ে একটি লুপ তৈরি করতে হবে এবং স্থির অংশ তর্জুনীর উপর রাখতে হবে।
এবার ডান হাতে চলমান প্রান্ত ধরে লুপের নিচ দিয়ে ওপরে উঠিয়ে স্থির প্রান্তের নিচ
দিয়ে ওপরে উঠিয়ে আবার লুপের ভিতর দিয়ে রশির সাথে একত্রে ডান হাত দিয়ে ধরতে হবে এবং
বাম হাত দিয়ে স্থির প্রান্ত টান দিলে জীবন রক্ষা গেরো তৈরি করতে হয়। এই গেরো কোমরে
দিয়েও অনুশীলন করা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন