সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

গ্রাস মুদ্রা



 
চিত্র: গ্রাস মুদ্রা
গ্রাস মুদ্রা- বামহস্তের অঙ্গুলিসমূহ পরস্পর বিশ্লিষ্ট ও কিঞ্চিৎ আকুঞ্চিত করবে।

গো যোনি মুদ্রা



 
চিত্র : গো যোনি মুদ্রা
গো যোনি মুদ্রা- দক্ষিণ হস্ত মুষ্টি বন্ধন করে উত্তান ও শিথিল করবে।

গালিনী মুদ্রা



 
চিত্র : গালিনী মুদ্রা
গালিনী মুদ্রা- করদ্বয় পরস্পর সম্মুখীন করে দক্ষিণ হস্তের কনিষ্ঠা বাম হস্তের অঙ্গুষ্ঠে এবং

কূর্ম মুদ্রা



 
চিত্র : কূর্ম মুদ্রা
কূর্ম মুদ্রা- উত্তান বাম হস্তের তর্জনীর অগ্রে অধোমুখ দক্ষিণ হস্তের কনিষ্ঠার অগ্রভাগ এবং ঐ বাম হস্তের অঙ্গুষ্ঠাগ্রে দক্ষিণ হস্তের তর্জনীর অগ্রভাগ সংযোজিত করে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ উন্নতভাবে রাখবে

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪

ফজরত আলীর বিয়ার মেন্দি



ফজরত আলীর বিয়ার মেন্দি
আছে কুন তালাসে
সব রঙের মেন্দি।।

ডালা নারে ডালা আমার কাঞ্চল গাছের ডালা



ডালা নারে ডালা আমার কাঞ্চল গাছের ডালা
সকল ডালারে দিছো বিয়া বারা আর কাছে
আমি ডালারে দিছো বিয়া সাত ডাকাতের মুলুকে

পুষ্কুনির চারিপাশে বহুলোকের থানা



পুষ্কুনির চারিপাশে বহুলোকের থানা
আমরা যাইতাম জল ভরাইতে তারাই করে মানা।

কান্দইন বিবি তেরাবান কইন্যা



কান্দইন বিবি তেরাবান কইন্যা বাবাজীর গলায় ধরিয়া
হায় হায় দুঃখ লাগিয়া।
আইজমান থাকি যাও গো তেরাবান বাবাজীর মায়া ভুলিয়া
হায় হায় দুঃখ লাগিয়া।

হাতে ঐ না জোড় মেন্দি কপালে সিন্তি



হাতে ঐ না জোড় মেন্দি কপালে সিন্তি
ও গো রসমতি, কে পিন্দাইল মেন্দি?

হাতেতে মেন্দি কপালেতে সিন্তি



হাতেতে মেন্দি কপালেতে সিন্তি
ও গো রসমতী তোমারে
কে পিন্ধাইছৈন মেন্দি।।

ইন্দিল মন্দিল ঘরে



ইন্দিল মন্দিল ঘরে
         কাজল কোঠা ঘিরিয়া
পাশা খেলাইন গো ভাইয়ে
         ভাবী সাবরে লইয়া

নিউরনে রণন: আবাহন্যাদি পঞ্চমুদ্রা

নিউরনে রণন: আবাহন্যাদি পঞ্চমুদ্রা: আবাহনী মুদ্রা (১) আবাহনী- উভয় হস্তে অঞ্জলিবন্ধন পূর্বক উভয় হস্তের অনামিকার মূল পর্বে অঙ্গুষ্ঠদ্বয় যোগ করে ঊর্ধ্ব থেকে নিম্নে আনয়...

আবাহন্যাদি পঞ্চমুদ্রা

আবাহনী মুদ্রা


(১) আবাহনী- উভয় হস্তে অঞ্জলিবন্ধন পূর্বক উভয় হস্তের অনামিকার মূল পর্বে অঙ্গুষ্ঠদ্বয় যোগ করে ঊর্ধ্ব থেকে নিম্নে আনয়ন করলে আবাহনী মুদ্রা হয়।
সংস্থাপনী মুদ্রা
(২) সংস্থাপনী- ঐ আবাহনী মুদ্রার করতলদ্বয় অধোমুখ করলেই সংস্থাপনী মুদ্রা হয়।
সন্নিধাপনী মুদ্রা
(৩) সন্নিধাপনী- উভয় হস্ত মুষ্টিবন্ধনপূর্বক যোগ করে অঙ্গুষ্ঠদ্বয় যোগ করলেই সন্নিধাপনী মুদ্রা হয়।
সন্নিরোধনী মুদ্রা
(৪) সন্নিরোধনী- ঐ মুদ্রার উভয় হস্তের অঙ্গুষ্ঠদ্বয় অন্তঃপ্রবিষ্ট করলেই সন্নিরোধনী মুদ্রা হয়। 
সম্মুখীকরণী মুদ্রা
(৫) সম্মুখীকরণী- ঐ সন্নিরোধনী মুদ্রার মুষ্টিদ্বয় উত্তান করলেই সম্মুখীকরণী মুদ্রা হয়।

অবগুণ্ঠন মুদ্রা



অবগুণ্ঠন মুদ্রা- বাম হাত মুষ্টিবদ্ধ করে তর্জনীকে প্রসারিত করবে এবং বাম থেকে ডানে অধোমুখে ভ্রামিত করবে।

অঙ্কুশ মুদ্রা



অঙ্কুশ মুদ্রা- ডান হাত মুষ্টিবদ্ধ করে মধ্যমাঙ্গুলি প্রসারিত করবে। পরে তর্জনী সঙ্কুচিত করে মধ্যমার মধ্যম পর্বে সংলগ্ন করবে।

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

সামছিঙ্গা চিকনকালা দেইখ্যা আইছি জলে গো



সামছিঙ্গা চিকনকালা দেইখ্যা আইছি জলে গো
আমি আর যাব না এই যমুনার জলে।।

লালপুর থনি ডাকে দামান্দে উচ্চা গলার সুরে




লালপুর থনি ডাকে দামান্দে উচ্চা গলার সুরে
নীলপুর থনি ডাকে দামান্দে চিকন গলার সুরে।।

রাজার ডাক শুনিয়া বিবি কান্দে ঝারে ঝারে

হাতে লও লিলাই কাডারি মুখে লও লিলাই সুপারি



হাতে লও লিলাই কাডারি মুখে লও লিলাই সুপারি
হাত বাড়াইয়া লও গো লিলাই তোমার বিয়ার কাবিন---- (২)

হাতে লও গো লীলাই কাটারী



হাতে লও গো লীলাই কাটারী
মুখে লও গো লীলাই সুপারী

হাতে হাতে মেন্দি কপালেতে সিন্তি



হাতে হাতে মেন্দি কপালেতে সিন্তি
ও গো ঝিয়াই রসমতি কে পিন্ধাইছে মেন্দি----- (২)
কইন্যার বড় ভাবী তাইন বড় আউসি

সোনা দানা বাবুয়ানা



সোনা দানা বাবুয়ানা
অলংকার পৈরাইয়াছে
এ গো সিন্দুর দিয়া সাজাও রাইকে
হরিস্তলে ঝিল ধৈরাইয়াছে।।

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

পূজায় হোম করার পদ্ধতি



সরস্বতী পূজায় (সংক্ষিপ্ত) হোম
উপক্রম- পূর্বমুখে বসে আচমন, সামান্যার্ঘ্য স্থাপন, আসনশুদ্ধি ও গুর্বাদিপ্রণাম করবে। তারপর বালি দিয়ে হস্তপ্রমাণ চতুষ্কোণ স্থণ্ডিল রচনা করে সেই স্থণ্ডিলের মধ্যভাগে তর্জনী-অঙ্গুষ্ঠযোগে কুশমূল দিয়ে বিন্দুগর্ভ ত্রিকোণ (পুংদেবতা হলে ঊর্ধ্বমুখে, স্ত্রীদেবতা হলে অধোমুখে), তার বাইরে ষটকোণ, তার বাইরে

শ্রীশ্রীসরস্বতী পূজাপদ্ধতি



শ্রীশ্রীসরস্বতী পূজাপদ্ধতি

উপবেশন ও আসন- সকালে স্নান-আহ্নিক সেরে ইষ্টমন্ত্র জপ বা স্তব পাঠ করতে করতে পূজাস্থলে গিয়ে শুদ্ধাসনে পূর্বমুখে বা উত্তরমুখে বসবেন।