সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

লালপুর থনি ডাকে দামান্দে উচ্চা গলার সুরে




লালপুর থনি ডাকে দামান্দে উচ্চা গলার সুরে
নীলপুর থনি ডাকে দামান্দে চিকন গলার সুরে।।

রাজার ডাক শুনিয়া বিবি কান্দে ঝারে ঝারে

হাতে লও লিলাই কাডারি মুখে লও লিলাই সুপারি



হাতে লও লিলাই কাডারি মুখে লও লিলাই সুপারি
হাত বাড়াইয়া লও গো লিলাই তোমার বিয়ার কাবিন---- (২)

হাতে লও গো লীলাই কাটারী



হাতে লও গো লীলাই কাটারী
মুখে লও গো লীলাই সুপারী

হাতে হাতে মেন্দি কপালেতে সিন্তি



হাতে হাতে মেন্দি কপালেতে সিন্তি
ও গো ঝিয়াই রসমতি কে পিন্ধাইছে মেন্দি----- (২)
কইন্যার বড় ভাবী তাইন বড় আউসি

সোনা দানা বাবুয়ানা



সোনা দানা বাবুয়ানা
অলংকার পৈরাইয়াছে
এ গো সিন্দুর দিয়া সাজাও রাইকে
হরিস্তলে ঝিল ধৈরাইয়াছে।।

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

পূজায় হোম করার পদ্ধতি



সরস্বতী পূজায় (সংক্ষিপ্ত) হোম
উপক্রম- পূর্বমুখে বসে আচমন, সামান্যার্ঘ্য স্থাপন, আসনশুদ্ধি ও গুর্বাদিপ্রণাম করবে। তারপর বালি দিয়ে হস্তপ্রমাণ চতুষ্কোণ স্থণ্ডিল রচনা করে সেই স্থণ্ডিলের মধ্যভাগে তর্জনী-অঙ্গুষ্ঠযোগে কুশমূল দিয়ে বিন্দুগর্ভ ত্রিকোণ (পুংদেবতা হলে ঊর্ধ্বমুখে, স্ত্রীদেবতা হলে অধোমুখে), তার বাইরে ষটকোণ, তার বাইরে

শ্রীশ্রীসরস্বতী পূজাপদ্ধতি



শ্রীশ্রীসরস্বতী পূজাপদ্ধতি

উপবেশন ও আসন- সকালে স্নান-আহ্নিক সেরে ইষ্টমন্ত্র জপ বা স্তব পাঠ করতে করতে পূজাস্থলে গিয়ে শুদ্ধাসনে পূর্বমুখে বা উত্তরমুখে বসবেন।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

সিলেটিয়া দামানরে




সিলেটিয়া দামানরে
শাড়ি আনছো কেমনরে?

রংপুরের কইন্যা ভালা দামান ভালা সিলেটের



রংপুরের কইন্যা ভালা দামান ভালা সিলেটের
শুইনছি কইন্যা বড়ই চাতুর যাইতা পারৈন হাটে

লীলা বালী লীলা বালী ভর যুবতী সই গো



লীলা বালী লীলা বালী ভর যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে।

মাথা চাইয়া সিন্থি দিমু ঝাঝরি লাগাইয়া সই গো

লীলাবালী লীলাবালী বড় যৌবতী সই গো



লীলাবালী লীলাবালী বড় যৌবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে।

লেম্বু রইলা দামান্দে আনন্দে



লেম্বু রইলা দামান্দে আনন্দে
লেম্বু রইলা দামান্দে বিনন্দে

রসিক রসিক চিকনকালা সই গো



রসিক রসিক চিকনকালা সই গো
দেইখা আইলাম জলে
সই গো দেইখা আইলাম জলে

সুনারিয়ায় ডাকে গো- সুনা আইছে লইয়া



সুনারিয়ায় ডাকে গো-  সুনা আইছে লইয়া
লও গো কইন্যার মা ভালা সোনা চাইয়া।

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

সুনামগঞ্জীয়া রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি



সুনামগঞ্জীয়া রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি
রঙ্গিলা দামান্দে মাইজীরে ডাকইন মাইজী নি আছইন ঘরে
খুশির বিদায় দেও গো মাইজী যাইতাম শ্বশুর দেশে।

জৈষ্ঠি না আষাঢ় মাসেরে গাঙ্গে নয়া পানি



জৈষ্ঠি না আষাঢ় মাসেরে গাঙ্গে নয়া পানি
দামান আইছে বিয়া করতে সরঙ্গা নাওখানি।

ধান লাড়ো সুন্দরী কইন্যা



ধান লাড়ো সুন্দরী কইন্যা
 লাম্বা মাথার কেশ
কোন নাগরের সাথে কইরা পিরিত

মায় কান্দে রে ঘরের কোনায় বইয়া



মায় কান্দে রে ঘরের কোনায় বইয়া
এমন সুন্দর ময়না আমার কেমনে দিতাম বিয়া

ফুলের গাছ রইয়াছি দয়ার মাইজীরে কইয়াছি



ফুলের গাছ রইয়াছি দয়ার মাইজীরে কইয়াছি
মাইজী গো ফুলর গাছ রাখিও যতনে।

ফজরে উঠিয়া দামান না খাইন দানা পানি



ফজরে উঠিয়া দামান না খাইন দানা পানি রে
আইজ রাত্রে স্বপ্নে দেখলা কমলা সুন্দরীরে