সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

পাশা খেলাও না রে



পাশা খেলাও না রে
পাশা যে খেলিতায় বা দামান
ঝাড়িয়া বান্ধ পাগড়ী

দামান্দের মায় জিগাস করইন



দামান্দের মায় জিগাস করইন ও পরানের পুত্রুরে
কাইল যে গেছলায় শ্বশুর বাড়ি রইছলায় কুন্ স্থানে?

তোরা সব সখি মিলিয়া গো



তোরা সব সখি মিলিয়া গো
সুন্দর কইন্যা করাও গোসল এশকে ঝাকার দিয়া

তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া



তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া
ইঙ্গুল বিঙ্গুল ঘরের মাঝের কুঠায় বসিয়া

নয়া জামাই ধীরে ধীরে খাইও



নয়া জামাই ধীরে ধীরে খাইও
চিতল মাছের কাটা গলায় লাগাইবায় চাইও।

দামান্দের হাতে দাল-তলোয়ার



দামান্দের  হাতে দাল-তলোয়ার বৈরাতির সাথে সুয়ারী গো
যাইতা দামান বেলোয়ার বাড়ি।

ঢাকা থেকে আসল দামান লাল ঘোড়া দৌড়াইয়া




ঢাকা থেকে আসল দামান লাল ঘোড়া দৌড়াইয়া
ও দামান পন্থে বইয়া খাও পান চিবাইয়া।

ডাক গো কইন্যার মারে



ডাক গো কইন্যার মারে খুলতা সোয়া কুড়া
কইন্যারে গোসল করাইতাম জল তুলতে যাই আমরা।

ঝিলমিল ঝিলমিল মশারীর তলে



ঝিলমিল ঝিলমিল মশারীর তলে
কিলা গো ভাবী ঘুমাইলে

জরির জুতা পায়ে দিয়া দামান যাইন



জরির জুতা পায়ে দিয়া দামান যাইন ফুলের তলে
লং ও এলাচি ফুল ফোটে আড়ে আড়ে

ঝিয়াই নি গো সুন্দরী



ঝিয়াই নি গো সুন্দরী
মাই চাচীর ঘর আন্ধারী
পরার ঘরে জ্বলে মোমের বাতি

রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

চুড়ি দিয়া সাজাইল




চুড়ি দিয়া সাজাইল
কাপড় দিয়া সাজাইল

চাম্পা শিমুলের তলে অবুঝ বেলুয়ায়



চাম্পা শিমুলের তলে অবুঝ বেলুয়ায়
বিছাইলা শীতল পাটী

কাইন্দ না কাইন্দ না মা’য়াগো না কান্দিও আর



কাইন্দ না কাইন্দ না মা’য়াগো না কান্দিও আর
আইজ থেইক্যা যাইবা চইল্যা পরেরই ঘর।

আকাশেতে উড়নিরে আকাশেতে পড়নিরে



আকাশেতে উড়নিরে আকাশেতে পড়নিরে
কইনছেন দেহি আমার বাবার খবর কি?

আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া



আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া
পরশু ময়না যাইতো গো ঢাক ঢোল বাজাইয়া

পানের আগা গোড়া আগারে মধ্যখানে ঢাকারে



পানের আগা গোড়া আগারে মধ্যখানে ঢাকারে
সেই পান পাঠাইয়া দেও কইন্যার মায়ের কাছেরে

কালা কচুর ধলা মাইঞ্জী



কালা কচুর ধলা মাইঞ্জী
 উনাই দুনাই পড়ে গো ওগো রাই

কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি



কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি
তাতে বিছাইয়া দিলা সাত রঙের পাটি

কালা বাইঙ্গনের ধলা ফুল রুমালে গেথিয়া তুল



কালা বাইঙ্গনের ধলা ফুল রুমালে গেথিয়া তুল
কইন্যা লো তোর দয়ার (দয়াল) মাইজীর মায়া তুল