সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

উঠ উঠ বালি গো বান্ধ মাথার কেশ গো




উঠ উঠ বালি গো বান্ধ মাথার কেশ গো

না উঠিমু ওরে রাজা না বান্ধিমু কেশ রে।

এ’ভুলা গাঙ্গে বেভুলা পানি



এ’ভুলা গাঙ্গে বেভুলা পানি
রাজা, এলাচির গাঙ্গে খেওয়া

উকি বিলের পারে রে সু-বাজ বাজে রে



উকি বিলের পারে রে সু-বাজ বাজে রে
না জানি সৈয়দের বেটা কত রঙে সাজে

এতদিন ছিলারে মেন্দি গাছের ডালে




এতদিন ছিলারে মেন্দি গাছের ডালে
আজ কেন আইলারে মেন্দি কন্যার

ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে



ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে
সেই না পাঙ্খা হাতে লইয়া বাবুর বাড়ি ধাইতারে।

লাল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে




লাল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে
লীল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে

সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান



সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
ঘরে আছে কইন্যার মা তাইরে ধইরা আন।

হাতে কাটুরী নিয়া বা দামান্দে যাইতা



হাতে কাটুরী নিয়া বা দামান্দে যাইতা শ্বশুর দেশে
ইচ্ছা করি কাটোইন দামান্দে বেতের বাঁশের মোড়া

হলদি কেবা পিশেন গো সর্বসখী লীলমনি




হলদি কেবা পিশেন গো সর্বসখী লীলমনি
হলদি পিশিতে লাগে রহিমার হাতের পানি

হাতি ঘোড়ায় চড়িয়া



হাতি ঘোড়ায় চড়িয়া
দামান্দ আইছইন বা সাজিয়া
কইও দামান্দরে বুঝাইয়া

বাড়ির গাছ কাটিয়া রাজায় বানাইলা জুড় পালং



বাড়ির গাছ কাটিয়া রাজায় বানাইলা জুড় পালং গো।
জুড় বিছনা বিছাইয়া রাজায় গো শুইয়া নিদ্রায় গেলা

সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

বিয়ার লাগছে উৎপত্তি, ছাবাল দামান্দে করইন খেতি



বিয়ার লাগছে উৎপত্তি, ছাবাল দামান্দে করইন খেতি
ওবা দামান্দ মেতির বাগানে ঢাল পানি।

বাবাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে




বাবাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে
বাবাজীর আহ্লাদের ঝিয়াই মাইজীর পরানী রে।

বাটায় লড়ে চড়ে পান নাই মোর ঘরে




বাটায় লড়ে চড়ে পান নাই মোর ঘরে
পান দেরে পান্নাওলা পান দেরে মোরে

মাটির কেরাগুলি সুবাজ বাজে



মাটির কেরাগুলি সুবাজ বাজে গো
শুনিতে ঝন ঝন করে।

মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে আম্মা গো



মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে আম্মা গো
ভাইজান আইছন নাইওর নিতা, দিবায় নি?

দামান বেটা বৈছৈন গো পালং –এর উপরে




দামান বেটা বৈছৈন গো পালং –এর উপরে
দামান বেটার মুখখান আবের মত ঝলকে।

নবীন আউরের মাঝে নবীন ফুল ফুইটাছে



নবীন আউরের মাঝে নবীন ফুল ফুইটাছে
দরজায় ফুইটাছে ফুল আউয়াল শুক্রবারে

কি দিয়া খাবাইতাম বেওয়াইরে



কি দিয়া খাবাইতাম বেওয়াইরে
কি দিয়া খাবাইতাম পুৎরারে

ঢুলের বাড়ি শুইনা রে



ঢুলের বাড়ি শুইনা রে
পাইকের নাচন দেইখা রে