সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

ধর্ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধর্ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

৪. কূষ্মাণ্ডা



৪. কূষ্মাণ্ডা
সুরাসম্পূর্ণকলসং রুধিরাপ্লুতমেব চ।
      দধানা হস্তপদ্মাভ্যাং কূষ্মাণ্ডা শুভদাস্তু মে।।

মা দুর্গার চতুর্থ রূপের নাম হলো কূষ্মাণ্ডা। তিনি স্বল্প হাস্যসহ অণ্ড বা ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করায় তাঁকে কূষ্মাণ্ডাদেবী নামে অভিহিত করা হয়।

৩. চন্দ্রঘণ্টা



৩. চন্দ্রঘণ্টা
পিণ্ডজপ্রবরারূঢ়া চণ্ডকোপাস্ত্রকৈর্যুতা
       প্রসাদং তনুতে মহ্যং চন্দ্রঘণ্টেতি বিশ্রুতা।।

মা দুর্গার তৃতীয় শক্তির নাম ‘চন্দ্রঘণ্টা’। নবরাত্রি আরাধনার তৃতীয় দিন এঁর বিগ্রহকেই পূজা-অর্চনা করা হয়।

বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

২. ব্রহ্মচারিণী



. ব্রহ্মচারিণী
দধানা করপদ্মাভ্যামক্ষমালাকমণ্ডলূ ।
দেবী প্রসীদতু ময়ি ব্রহ্মচারিণ্যনুত্তমা ।।

মা দুর্গার নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। এখানে ‘ব্রহ্ম’ শব্দের অর্থ হল তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী--- তপ আচরণকারী। কথিত আছে যে---‘বেদস্তত্ত্বং তপো ব্রহ্ম’---বেদ, তত্ত্ব এবং তপ হল ‘ব্রহ্ম’ শব্দের অর্থ। দেবী ব্রহ্মচারিণীর রূপ- জ্যোতিতে পূর্ণ, অতি মহিমামণ্ডিত। তিনি ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ
করে আছেন।

১. শৈলপুত্রী



১. শৈলপুত্রী
বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
                                 বৃষারূঢ়াং শূলধরাং শৈলপুত্রীং যশস্বিনীম্ ।।

মা দুর্গার নবরূপের প্রথম রূপটি ‘শৈলপুত্রী’ নামে প্রসিদ্ধ। পর্বতরাজ হিমালয়ের কাছে কন্যারূপে জন্ম গ্রহণ করায় তাঁর ‘শৈলপুত্রী’ নাম হয়। বৃষভ-বাহনা, মাতৃরূপের দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমল-পুষ্প শোভা বর্ধন করেছে।

শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

শ্রীশ্রীচণ্ডী কথা

শ্রীশ্রীচণ্ডী-কথা




শ্রীশ্রীচণ্ডী একজন দেবীর নাম শ্রীশ্রীচণ্ডী একটি গ্রন্থেরও নাম, যে গ্রন্থের প্রতিপাদ্য বিষয় হচ্ছেন দেবী চণ্ডী বা চণ্ডিকা অর্থাৎচণ্ডীর কথা বা দেবী মাহাত্ম্য যে গ্রন্থে আছে সেই গ্রন্থকেওচণ্ডীবলে দেবী চণ্ডীর পূজার যেমন বিধি আছে, চণ্ডীগ্রন্থেরও সেরূপ পূজাবিধি আছে চণ্ডীগ্রন্থ যেন চণ্ডীদেবীর প্রতীক মা চণ্ডী যেমন আমাদের পরম শ্রদ্ধেয়, চণ্ডীগ্রন্থ তেমনই আমাদের পরম শ্রদ্ধার বস্তু চণ্ডীগ্রন্থ বিধিমত পূজা করে চণ্ডী পাঠ করতে হয়; তবেই চণ্ডী পাঠের ফল পাওয়া যায় চণ্ডীগ্রন্থের বর্ণনীয় বিষয় দেবী মাহাত্ম্য গ্রন্থের সঙ্গে গ্রন্থের বিষয় অভিন্নভাবেচণ্ডীনামে গাঁথা আছেচণ্ডীনাম উচ্চারণ করলেইচণ্ডীগ্রন্থ ওচণ্ডিকাদেবীদুটি ভাবই হৃদয়ে ভেসে ওঠে

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

সংহার মুদ্রা



 
চিত্র : সংহার মুদ্রা-১
 
চিত্র : সংহার মুদ্রা-২
সংহার মুদ্রা- বামহস্ত অধোমুখ রেখে তার উপর ঊর্ধ্বমুখ দক্ষিণহস্ত স্থাপন করবে এবং উভয় হস্তের কনিষ্ঠার সহিত কনিষ্ঠা, অনামিকার সহিত অনামিকা, মধ্যমার সহিত মধ্যমা এবং তর্জনীর সহিত তর্জনী গ্রথিত করবে।

লেলিহান মুদ্রা



 
চিত্র : লেলিহান মুদ্রা
লেলিহান মুদ্রা- করতল অধোমুখে রেখে তর্জনী, মধ্যমা ও অনামিকা- এই তিন অঙ্গুলি সমানভাবে অধোমুখে স্থাপন করবে।

যোনি মুদ্রা



 
চিত্র : যোনি মুদ্রা
 যোনি মুদ্রা- কনিষ্ঠাদ্বয় পরস্পর সংবদ্ধ করে এক হস্তের তর্জনী দ্বারা অন্য হস্তের অনামিকা বদ্ধ করবে।

মৃগ মুদ্রা



 
চিত্র : মৃগ মুদ্রা
মৃগ মুদ্রা- দক্ষিণ হস্তের অনামিকা, মধ্যমা ও অঙ্গুষ্ঠের অগ্রভাগ পরস্পর সংযুক্ত করে অবশিষ্ট অঙ্গুলিদ্বয় উন্নত ও দণ্ডাকারে রাখবে।

মৎস্য মুদ্রা



 
চিত্র : মৎস্য মুদ্রা
মৎস্য মুদ্রা- দক্ষিণ করতলের পৃষ্ঠদেশে বাম করতল স্থাপন করে জল মধ্যে ধাবমান মৎস্যের

প্রাণাদি পঞ্চমুদ্রা



প্রাণাদি পঞ্চমুদ্রা :
 
চিত্র : প্রাণ মুদ্রা
(১) প্রাণ মুদ্রা- দক্ষিণ হস্তে অঙ্গুষ্ঠ, অনামিকা ও কনিষ্ঠার অগ্রভাগ সংযুক্ত করলে প্রাণ মুদ্রা হয়।
চিত্র : অপান মুদ্রা


(২) অপান মুদ্রা- দক্ষিণ হস্তে অঙ্গুষ্ঠ, মধ্যমা ও তর্জনীর যোগে অপান মুদ্রা হয়। 
চিত্র : ব্যান মুদ্রা

(৩) ব্যান মুদ্রা- দক্ষিণ হস্তে অঙ্গুষ্ঠ, অনামিকা ও মধ্যমার যোগে ব্যান মুদ্রা হয়। 
চিত্র : উদান মুদ্রা

(৪) উদান মুদ্রা- দক্ষিণ হস্তে কনিষ্ঠা ভিন্ন সমুদয় অঙ্গুলির যোগে উদান মুদ্রা হয়।
চিত্র : সমান মুদ্রা


(৫) সমান মুদ্রা- দক্ষিণ হস্তে সমুদয় অঙ্গুলির যোগে সমান মুদ্রা হয়।