সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

স্কাউট আন্দোলনের উদ্দেশ্য, নীতি ও পদ্ধতি

স্কাউট আন্দোলনের উদ্দেশ্য, নীতি ও পদ্ধতি

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূল নীতি ও পদ্ধতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য স্কাউটিং একটি স্বেচছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্কাউটিং সকলের জন্য উন্মুক্ত।

প্যাক মিটিং

প্যাক মিটিং
প্যাক মিটিং কি?
প্যাক মিটিং হচ্ছে কাব প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ৬০-৯০ মিনিট ব্যাপী প্রশিক্ষণ দানের লক্ষ্যে নিয়মিত সপ্তাহিক কাব কর্মসূচী।

কাব অভিযান

কাব অভিযান
কাব বয়সী বালক বালিকাদের মুক্তাংগনে প্রকৃতি পর্যবেক্ষণসহ শিক্ষামূলক উদ্দেশ্যমূলক আনন্দঘন এবং উদ্দীপনাপূর্ণ পরিভ্রমণই হচ্ছে কাব অভিযান।

কাব কার্নিভাল

কাব কার্নিভাল
কাব কার্ণিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। কাব কার্নিভাল আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। এটা বছরে একবার বা দুবার করা যেতে পারে। কাব কার্ণিভাল আয়োজনের জন্য নিম্নরূপ প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।

ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ (ব্যাজ পদ্ধতি) (PROGRESSIVE TRAINING) (কাব স্কাউট শাখা)

ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ (ব্যাজ পদ্ধতি)
(PROGRESSIVE TRAINING)
(কাব স্কাউট শাখা)
সূচনাঃ
স্কাউট আন্দোলনের কাঙ্খিত লক্ষ্য হল শিশু, কিশোর ও যুবদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাঁদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীল ও যোগ্য মানব সম্পদ হিসেবে গড়ে তোলা। অবসর সময়কে কাজে লাগিয়ে বৈচিত্র্যময় কর্মসূচির মাধ্যমে একজন স্কাউটকে পর্যায়ক্রমিক প্রশিক্ষণ নিয়ে ক্রমান্বয়ে যোগ্যতর করে গড়ে তোলার ধারাবাহিক প্রক্রিয়াকে ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ বলে। ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ স্কাউট পদ্ধতির একটি অন্যতম প্রশিক্ষণ পদ্ধতি।