সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

ইঁদুর ও বিড়াল (বন্ধন তৈরি)



   ইঁদুর ও বিড়াল (বন্ধন তৈরি)

খেলোয়াড় : সকলে
খেলার পদ্ধতি : সকলে হাত ধরে বৃত্ত গঠন করবে। একজন ইঁদুর ও একজন বিড়াল হবে।
বাঁশির সংকেতে বিড়াল ইঁদুরকে তাড়া করবে। বিড়ালকে সকলে আটকাবে, কিন্তু ইঁদুরকে পালানোর সুযোগ দিবে। বিড়াল ইঁদুরকে ধরতে পারলে সে বৃত্তের অন্যান্যদের সাথে মিলে যাবে। ছোঁয়া ইঁদুর বিড়াল হবে এবং অন্য আর একজনকে ইঁদুর ঠিক করে পুনঃ খেলা চালিয়ে যেতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন