সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

নেতা বের কর




    নেতা বের কর

খেলোয়াড় : সকলে
খেলার পদ্ধতি : সকলে বৃত্ত গঠন করে দাঁড়াবে। একজনকে বিশেষ খেলোয়াড় ঠিক করা হবে।
এ খেলোয়াড়ের চোখ বন্ধ করা হবে বা বৃত্তের বাইরে পাঠানো হবে। অন্যদের মধ্য থেকে একজনকে নেতা ঠিক করা হবে। সকলের কাজ হবে নেতাকে অনুসরণ করা। এবার বিশেষ খেলোয়াড়টিকে নেতা বের করতে বলা হবে। নেতা বিশেষ খেলোয়াড়ের দৃষ্টি এড়িয়ে নানা ভঙ্গিমা বা কাজ, যেমন-  হাত পা নড়াচড়া, মাথা চুলকানো, হাততালি, উঠা-বসা ইত্যাদি করতে পারে। বিশেষ খেলোয়াড় নেতা বের করতে পারলে, নেতা বিশেষ খেলোয়াড় হয়ে যাবে আর ভুল কাউকে নেতা ঠাউরালে সকলে বলবে, ‘‘কী বোকা, কী বোকা’’। এভাবে খেলা চলতে থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন