সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মিনি ও বাড়ি যাও



     মিনি ও বাড়ি যাও

খেলোয়াড় : সকলে
খেলার পদ্ধতি : একজন বাদে অন্য সকলে বৃত্ত করে ভিতরে মুখ করে দাঁড়াবে বা বসবে।
বাদ থাকা খেলোয়াড় অন্যদের কাছে গিয়ে নানা রকমের কথা, শব্দ বা ভঙ্গিমা করে তাদের হাসাতে চেষ্টা করবে। কিন্তু তারা কিছুতেই হাসবে না। বরং তাকে বলে দিবে ‘‘মিনি, ও বাড়ি যাও’’। যে মিনির কথা বা আচরণে হাসি সংবরণ করতে অসমর্থ হবে সে মিনি হয়ে যাবে এবং তার জায়গা দখল করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন