সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

ইয়েল



ইয়েল
ইয়েল শব্দের আভিধানিক অর্থ উচ্চস্বরে চিৎকার / আনন্দ চিৎকার। অর্থাৎ চিৎকার করে মনের ভাব প্রকাশ। বয়সের কারণে স্কাউট বয়সীরা চিৎকার করতে ভালবাসে। একারণে স্কাউটিং এর গোড়া থেকেই কোন আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবে সমবেতভাবে ইয়েলের প্রচলন রয়েছে।

ইয়েল শুধু যে চিৎকার করে হয় তা নয়, বিভিন্ন কৌশলে নানা অঙ্গভঙ্গিতে আনন্দদায়ক ইয়েল হতে পারে। এমন ইয়েল যুগ যুগ ধরে সকলের কাছে সমাদৃত হয়েছে। তবে ইয়েলে উৎসাহ ব্যঞ্জক ছাড়া এমন কোন শব্দ উচ্চারণ বা অঙ্গভঙ্গি করা সঙ্গত নয়। নিম্নে কিছু ইয়েল উল্লেখ করা হল :-
ইয়েল
ভাষা
কেমন লাগলো
খুব ভাল
বাংলা
ক্যান লাইগ্যে (কেমন লাগল)
গম লাইগ্যে (ভাল লাগল)
চট্টগ্রামের আঞ্চলিক ভাষা
কেংকা নাগিল বাহে (কেমন লাগল)
ভালাই নাগিল্ বাহে (ভাল লাগল)
রংপুরের আঞ্চলিক ভাষা
কিলান লাগল বা (কেমন লাগল)
জব্বর ভালা (খুব ভাল)
সিলেটের আঞ্চলিক ভাষা
কেইছে হুয়া (কেমন হলো)
বহুৎ আচ্ছা (খুব ভাল)
উর্দ্দু
কিঞ্জে হুরে (কেমন লাগল)
হদে পদে (ভাল লাগল)
কুচ ভাষা
বিডিং দোহাং (কেমন লাগল)
খোপ পিয়ানা (বেশ ভাল)
হাজং ভাষা
এ্যাংগেনি উরত্তি (কেমন লাগল)
নাল্লেজ আই (ভাল লাগল)
মালয়েলাম
এপপিড়ি ইরকি (কেমন লাগল)
নাল্লা ইরকি (ভাল লাগল)
তামিল
কাস্তো ভায়ো (কেমন হলো)
রাম ভায়ো (খুব ভাল)
নেপালি
গীত বিছাবৎ (গান কেমন)
বিছাবৎ ছি (মধুর মত মিষ্টি)
গারো ভাষা
নাল্লে, নাল্লে (ভাল, ভাল)
ওয়ালারে নাল্লে (খুব ভাল)
মালয়েলাম
পাটু এপ্পিরি ইরকে
(গান কেমন লাগল)
ওয়ালারে নাল্লায়েক, পাটু
(খুব ভাল গান)
মালয়েলাম
কাতুর কাতুর (ভাল ভাল)
ওয়াম কাতুর (খুব ভাল)
ভুটানী
N-I-C-E      N I C E
N I C E         NICE
English
B-R-A-V-O   BRAVO
BRAVO       BRAVO
Englisg

হাতের সংকেতের সাহায্যে :
(১) লিডার : ডান হাত সামনের দিকে প্রসারিত করে এক, দুই  এক, দুই, তিন তালে সামনে দোলাবে। তার সাথে সাথে ঐ এক, দুই  এক, দুই, তিন তালে দর্শক তালি দিবে। নেতার হাত যত উপর দিকে উঠবে তালির আওয়াজ তত জোরে হবে আর যত নিচে নামবে আওয়াজ তত মৃদু হবে।
(২) লিডার : প্রথমে ক্যাম্প ফায়ারের বৃত্তকে দুই ভাগ করে চিহ্ন প্রদর্শন করবেন। তারপর দুই হাত দুই দিকে প্রসারিত করে হাতের সাহায্যে যা প্রদর্শন করবেন দর্শক পূর্ব নির্দেশনা মত উচ্চ স্বরে বলবে।       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন