সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

গুড মনিং



     গুড মনিং

খেলোয়াড় : সকলে
খেলার পদ্ধতি : একজন খেলোয়াড় বাইরে থাকবে। বাকি সকলে বৃত্তাকারে ভিতরের দিকে মুখ করে দাঁড়াবে।
খেলা পরিচালকের সংকেতের সাথে সাথে বাইরের খেলোয়াড় বৃত্তের চারদিকে ঘুরে দৌড়াতে থাকবে এবং হঠাৎ বৃত্তের একজনকে ছুঁয়ে দিবে। যাকে ছুঁয়ে দিবে সে সাথে সাথে বিপরীত দিকে দৌড়াবে। পথে সাক্ষাৎ মাত্রই গুড মনিং বলে করমর্দন করে আবার দৌড়াতে থাকবে। যে আগে দৌড়ে গিয়ে শূন্য স্থান দখল করে নিতে পারবে সে দৌড়ানোর কাজ থেকে রেহাই পাবে। অন্য জন আবার কাউকে স্পর্শ করে পূর্বের ন্যায় দৌড়াতে থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন